ছাত্রদলের তারুণ্য নির্ভর নয়া কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে রাজীব আহসানকে সভাপতি, আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক ও ইসহাক সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্যবিশিষ্ট (আংশিক) নতুন কমিটি অনুমোদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মঙ্গলবার রাতে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়।  বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক ও সম্পাদকম-লী মিলিয়ে ১৫৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ৩৪ জনকে সহ-সভাপতি, ৩৫ জনকে যুগ্ম সম্পাদক, ২৭ জনকে সহ-সাধারণ সম্পাদক ও ২৮ জনকে সহ-সাংগঠনিক ও ২৬ জনকে সম্পাদকম-লীর বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের বিগত কমিটির দুই সম্পাদককে ঘোষিত কমিটিতে যুগ্ম সম্পাদক পদমর্যাদার সদস্য করা হয়েছে। নাট্য ও স্বাস্থ্য বিষয়ক দু’টি পদে কারও নাম ঘোষণা দেয়া হয়নি।
কমিটি পুনর্গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনদফা মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছাত্রদলের সাংগঠনিক ভিত মজবুত ও সংগঠনমুখী করতে কেন্দ্রীয় নেতৃত্বের বয়স সীমা ৩৫-এর নিচে নামিয়ে আনা, দলের জন্য ত্যাগী ও নির্যাতিত এবং নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি গঠনসহ একাধিক দাবি এবং প্রস্তাবনা উঠে আসে সে মতবিনিময় সভায়। সেখানে তিনি প্রায় দেড় শতাধিক ছাত্রনেতার বক্তব্য, পরামর্শ ও প্রস্তাবনা শুনে শেষে খালেদা জিয়া নিয়মিত ছাত্রদের দিয়ে তারুণ্য নির্ভর কমিটি গঠনের ঘোষণা দেন।
কমিটির অন্য নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি : মামুনুর রশিদ মামুন। সহ-সভাপতি ৩২ জন। তারা হলেন, এজমল হোসেন পাইলট, মহিদুল হাসান হিরু, তারেক উজ্জামান তারেক, আলমগীর হাসান সোহান, আবুল মনসুর খান দীপক, ফয়সাল আহম্মেদ সজল, মাসুদ খান পারভেজ, নাজমুল হাসান, মনিরুল ইসলাম মনির, মনিরুজ্জামান রেজিন, মামুন বিল্লাহ, সাদিউল কবির নীরব, হুমায়ূন কবীর, আবদুল ওহাব, নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, ইসতিয়াক নাসির, ইখতিয়ার রহমান কবীর, আহমেদ সাইমুম, আবদুল হান্নান মিয়া, খলিলুর রহমান খলিল, শফিকুল ইসলাম রিবলু, সাফায়াত হোসেন রিপন, জহিরুল ইসলাম বিপ্লব, আবু আতিক আল-হাসান মিন্টু, জাকির হোসেন খান, জাকির হোসেন মিন্টু, মো. কামাল হোসেন খান, জয়দেব জয়, ইয়াসিন ফেরদৌস মুরাদ, জিয়াউর রহমান জিয়া (জা. বি.), মনিরা আক্তার রিক্তা, আনোয়ারুল করিম মিলন এবং নিহার হোসেন ফারুক।
যুগ্ম সম্পাদক ৩৬ জন। তারা হলেন, আসাদুজ্জামান আসাদ, মিয়া মো. রাসেল, আবদুর রহিম হাওলাদার সেতু, মিজানুর রহমান সোহাগ, আবুল হাসান, নূরুল হুদা বাবু, আবদুল করিম সরকার, মফিজুর রহমান আশিক, বায়েজীদ আরেফিন, ফয়েজ উল্লাহ ফয়েজ, আজিজুর রহমান আজিজ, শাহ নাসির উদ্দীন রুম্মন, মামুন হোসেন ভূঁইয়া, শহীদুল ইসলাম সোহেল, মির্জা আসলাম আলী, শামসুল আলম রানা, কাজী মোক্তার হোসেন, মাহফুজুর রহমান, এসএম শামীম রেজা, আবু বক্কর সিদ্দিকী পাভেল, মির্জা ইয়াসিন আলী, মুশফিকুর রহমান লেলিন, গাজী রেজওয়ানুল হক রিয়াজ, ইউনুস আলী, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা ঊর্মি, শাহিনুর নার্গিস, বিএম নাজিম মাহমুদ, মেহবুব মাসুম শান্ত, এসএম কবীর, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোস্তফা, হাসানুল বান্না, হাবিবুর রহমান ডালিম ও মিল্টন বৈদ্য।
সহ-সাধারণ সম্পাদক ২৭ জন। তারা হলেন, জাহাঙ্গীর আলম, এহতেশামুল হক, মো. উল্লাহ চৌধুরী ফয়সাল, মাহবুবুর রহমান পলাশ, আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ তুষার, সাহাকুল সবুজ, মোজাহিদুল ইসলাম, আরিফ মো. ফরহাদ, খন্দকার মোশতাক আহমেদ, জসীম উদ্দীন, এমজেডআই জহির, খালিদ মোহাম্মদ জাকারিয়া, ইসমাইল হোসেন খান শাহীন (তিতুমীর), আরিফা সুলতানা রুমা, নাসিমা আক্তার কেয়া, রবিউল ইসলাম রবি, সাগর মজুমদার, রতন বালা, মৃণাল কান্তি বৈষ্ণব, আবুল কালাম আজাদ টিটু, এসএম জাহাঙ্গীর আলম, মঞ্জুর মোরশেদ পলাশ, রাজিব আহসান পাপ্পু, নোমান হাসনাত, শফিকুল ইসলাম মিঠু (ঢাকা কলেজ) এবং আনিছুর রহমান সুজন (ঢাকা কলেজ)।
সাংগঠনিক সম্পাদক : ইসহাক সরকার। সহ-সাংগঠনিক সম্পাদক ২৮ জন। তারা হলেন, রেদওয়ান বাবু, আবু সাঈদ, সুমন দেওয়ান, মিজানুর রহমান সুমন, গোলাম আজম সৈকত, উজ্জ্বল হোসেন, নাছির উদ্দীন শাওন, সাইদুর রহমান রয়েল, আনোয়ার মামুন ভূঁইয়া, ইলতুৎমিশ সওদাগর (আইন বিষয়ক), নূরুল হুদা ভূঁইয়া (তিতুমীর কলেজ), শাহীনুর বেগম সাগর, কামরুল হাসান খান সাইফুল, একেএম শফিকুল ইসলাম, আমীর আমজাদ মুন্না, আশরাফ ফারুকী হীরা, আল-আমিন সিদ্দিকী আকাশ, নাদিয়া পাঠান পাপন, সাখাওয়াত হোসেন চয়ন, সঞ্জয় দে রিপন, নজরুল ইসলাম পিন্টু, শাহীন আকন্দ, জাকির হোসেন (জা. বি.), আফরোজা খানম নাসরীন, নূরে আলম জাবেদ, মুজাহিদুল ইসলাম উত্তম এবং আকিল মাহমুদ।
প্রচার সম্পাদক : মাহমুদুল ইসলাম হিমেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক : মিনহাজুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক : আবদুস সাত্তার পাটোয়ারী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : রাশিদুল ইসলাম রিপন, সমাজসেবা সম্পাদক : আবদুর রহিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক : কিউএইচএম ওয়াহিদুজ্জামান রাজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক : আহসানুল হক শুভ্র, আইন বিষয়ক সম্পাদক : মাকসুদ উল্লাহ, ক্রীড়া সম্পাদক : সৈয়দ মাহমুদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক : গাজী মো. সুলতান জুয়েল, পাঠাগার সম্পাদক : মেহেদী হাসান, অর্থ সম্পাদক : মোস্তাফিজুর রহমান মোস্তাক, মানবাধিকার বিষয়ক সম্পাদক : আবদুল আজিজ রুমি, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক : মো. ইয়াকুব রাজু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক : খালেদ মাহমুদ মাসুদ, ছাত্রী বিষয়ক সম্পাদক : ফাহমিদা মজিদ ঊষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক : সাহাদাত হোসেন (একুশে হল), স্কুল বিষয়ক সম্পাদক : আরাফাত বিল্লাহ খান, ধর্ম বিষয়ক সম্পাদক : হাফেজ মো. নাসির, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক : স্বপন মন্ডল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক : আরজ আলী শান্ত, গণশিক্ষা বিষয়ক সম্পাদক : গোলাম ফারুক এবং গণসংযোগ বিষয়ক সম্পাদক : মোক্তার হোসেন (এফআর হল)। সদস্য : খন্দকার এনামুল হক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), হুমায়ূন কবীর রওশন (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) এবং ওমর ফারুক মুন্না (যুগ্ম সম্পাদক পদমর্যাদা)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button