অ্যান্ড্রয়ডের নতুন ভার্সন ‘ললিপপ’
অ্যান্ড্রয়ডের নতুন ভার্সন ‘ললিপপ’ নিয়ে বাজারে আসছে নেক্সাস ৬। এছাড়া নেক্সাস সিরিজের পরবর্তী ট্যাবলেটও বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। বুধবার প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়।
একই সঙ্গে গুগল একটি মিউজিক প্লেয়ার বাজারে আনার ঘোষণা দিয়েছে, যেখানে গান, চলচ্চিত্র ও ভিডিও দেখা যাবে। এছাড়া অ্যান্ড্রয়েড টিভি ডিভাইসের মাধ্যমে গেমসও খেলা যাবে।
মটোরোলা ও গুগলের যৌথ উদ্যোগে তৈরি করা নেক্সাস ৬ স্মার্টফোন এখন গুগল ব্রান্ডের সবচেয়ে নতুন ও বৃহত্তর হ্যান্ডসেট।
বিবৃতিতে গুগল জানিয়েছে, নতুন হ্যান্ডসেটের ডুয়েল ফ্রন্ট ফেসিং স্পিকার থাকবে যা অনেক ভালো সাউন্ড সিস্টেম সার্ভিস দেবে। এর ফলে কাজ করার সাথে সাথে চলচ্চিত্র ও গেইমিংয়ের জন্য ডিভাইসটি খুব ভালো সার্ভিস দেবে। এর সঙ্গেই আসছে একটি টার্বো চার্জার যা ১৫ মিনিটেই ডিভাইসের চার্জ সম্পন্ন করবে।
ললিপপ নামে হ্যান্ডসেটটিতে ব্যবহৃত নতুন অপারেটিং সিস্টেমে বেশ বৈচিত্র্য রয়েছে বলে জানিয়েছে মটোরোলা ও গুগল।
৫.৯৬ ইঞ্চি পর্দার হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ২.৭ জিবি কোয়াড কোর প্রসেসর। আর র্যাম ৩ জিবি। ৩২ জিবি অভ্যন্তরীণ ধারণমতা সম্পন্ন এ হ্যান্ডসেটের ধারণমতা ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
গুগলের নতুন ট্যাবলেটটি তৈরি হয়েছে তাইওয়ানভিত্তিক কোম্পানি এইচটিসির সঙ্গে অংশীদারিত্বে। নেক্সাস ৯ নামের নতুন ট্যাবটির আকার ৮ দশমিক ৯ ইঞ্চি।
ট্যাব সম্পর্কে গুগল জানিয়েছে, ট্যাবটি এক হাতে বহন করার জন্য যেমন সহজ, তেমনি কাজের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী।
অক্টোবরের শেষে এই ডিভাইসের জন্য প্রি-অর্ডার দেয়া যাবে বলে জানিয়েছে গুগল। তবে এই মূল্য কতো হতে পারে তা জানানো হয়নি।