পাকিস্তানী দম্পতিকে লাখ পাউন্ড জরিমানা
পাকিস্তান থেকে আসা এক বধির মেয়েকে নয় বছর ক্রীতদাসী করে রেখেছিল যুক্তরাজ্যের স্যালফোর্ডে থাকা এক দম্পতি। এই অপরাধে তাদের এক লাখ পাউন্ড জরিমানা করেছে সেখানকার একটি আদালত।
২০০৯ সালে ঐ মেয়েটিকে উদ্ধার করার পর গত অক্টোবরে ইলিয়াস ও তাল্লাত আশাহার দম্পতিকে কারাদণ্ড দেয়া হয়।
শিশু বয়সেই ঐ মেয়েটি পরপর ধর্ষণের শিকার হয়েছে ও পরিবারের সদস্যরা তাকে ভৃত্যের কাজ করাতে বাধ্য করেছে।
ঐ মেয়েটিকে মিথ্যা নাম দিয়ে সুবিধা আদায় করার কারণে দম্পতিকে আরো ৪২ হাজার পাউন্ড জরিমানা করেছে ম্যানচেস্টার ক্রাউন আদালত। এছাড়াও তাদের বিচারের জন্য তিন লাখ ২১ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে।
ঐ মেয়েটি ১০ বছর বয়সে যুক্তরাজ্যে পাচার হয়েছিল। বর্তমানে তার বয়স ২০ বছর।
অর্থপাচার অভিযোগ তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা ঐ মেয়েটিকে বাড়িরে নিচে ভূগর্ভে একটি খাটে শোয়া অবস্থায় দেখতে পায়।
পুলিশ জানিয়েছে, নির্যাতনের শিকার মেয়েটিকে ব্যবহার করে দম্পতিটি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা নিয়ে আসছিল। কিন্তু যখন কর্মকর্তার বাড়িতে তার সাথে কথা বলার চেষ্টা করছিল তখন তার বুঝতে পেরেছিল মেয়েটি যোগাযোগ করতে সমর্থ হচ্ছে না। একারণে তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মেয়েটি পড়তে বা লিখতে পারে না। এই সুবিধা নিয়ে আশহার দম্পতি প্রতারণা করেছে।
গত বছর বিচার চলাকালে সাক্ষ্য দিতে গিয়ে নির্যাতিতা মেয়েটি কিছু সাংকেতিক ভাষা শিখেছে। এখন স্বাধীনভাবে বাস করছে এবং তার সাংকেতিক ভাষা আরো উন্নত হয়েছে।