জিব্রাল্টার নিয়ে ব্রিটেন-স্পেন দ্বন্দ্ব : যুদ্ধজাহাজ পাঠাচ্ছে লন্ডন
ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীর মালিকানা নিয়ে ব্রিটেন এবং স্পেনের মধ্যকার দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে। এ পরিপ্রেক্ষিতে ব্রিটেন সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, জিব্রাল্টার প্রণালীর সার্বভৌমত্ব ধরে রাখতে ব্রিটেন সেখানে বিমানবাহী যুদ্ধজাহাজ ও দু’টি ফ্রিগেটসহ রাজকীয় নৌবাহিনীর র্যাপিড-রিঅ্যাকশন ফোর্স পাঠাচ্ছে। আগামী সোমবার এসব জাহাজ ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীর উদ্দেশ্যে রওয়ানা দেবে এবং চার মাস সেখানে মোতায়েন থাকবে।
এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দীর্ঘ পরিকল্পনার আওতায় জিব্রাল্টার প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে; স্পেনের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর নয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জিব্রাল্টার হচ্ছে- কৌশলগত দিক দিয়ে লন্ডনের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এ কারণে বছরব্যাপী সেখানে নিয়মিতভাবে সেনা মোতায়েন থাকবে।
কিছুদিন আগে ব্রিটেনের কয়েকটি গাড়ি স্পেনে ঢোকার জন্য অপেক্ষা করলেও ছয় ঘণ্টার বেশি সময় আটকে রাখে স্পেনের সীমান্তরক্ষী কর্মকর্তারা। এতে ক্ষুব্ধ হয় ব্রিটেন এবং লন্ডনে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায়। এর কয়েক সপ্তাহ পর ব্রিটেন যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে।