গ্রিসকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

PMসরকারের দেওয়া বিনিয়োগ বান্ধব সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য গ্রিসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ইতালির মিলানে বাংলাদেশ মিটিং রুমে দশম আসেম সম্মেলনের ফাঁকে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্তেনিও সামারাসের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
এ সময় গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেওয়ার জন্য সে দেশের প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান শেখ হাসিনা।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব বলেন, দুই নেতা খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে গ্রিসের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা গ্রিসের প্রধানন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে সামারাস শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং তাকেও গ্রিস সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button