ব্রিটেনে বেকারত্বের হার ছয় শতাংশ হ্রাস
গত ছয় বছরের মধ্যে ব্রিটেনের বেকারত্বের হার ছয় শতাংশ হ্রাস পেয়েছে এবং এই হার লেহমান ব্রাদার্সের অবলুপ্তির পর এই প্রথম। দ্য টেলিগ্রাফ জানায় ২০০৮ সালে মার্কিন বিনিয়োগ ব্যাংক লেহমান ব্রাদার্স বিশ্ব অর্থনীতিকে ভেঙ্গে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে আসার পর এই প্রথম বারের মতো ব্রিটিশ বেকারত্বের হার এতটুকু হ্রাস পেলো।
১৯৭২ সাল থেকে সর্ববৃহৎ বার্ষিক পতনের রেকর্ড শুরু হওয়ার পর গত জুন ও আগষ্ট মাসের মধ্যে এই সংখ্যা ১.৯৭ মিলিয়ন কমে আসে যা ব্রিটিশ সরকারের প্রাক-নির্বাচনি সাফল্যে একটি অন্যতম সংযোজন।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস জানায় বাৎসরিক হিসাবে এই প্রথম বারের মতো বেকার লোকের সংখ্যা ৫৩৮,০০০ কম ছিল।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার প্রতিক্রিয়ায় বলেন “ বেকারত্বের ইতিহাসে এটি একটি বড় ধরনের অর্জন। আমাদের পরিকল্পনা কাজ করছে, কিন্তু এব্যাপারে এখনো আমাদের অনেক কিছু করতে হবে।”