লন্ডনে ক্ষমতাবানদের তালিকায় মেয়র বরিস

Borisইভিনিং স্টান্ডার্ড পরিচালিত লন্ডনের সেরা ক্ষমতাবান হাজার জনের তালিকায় চ্যাঞ্চেলর জর্জ অসবোর্ণের নাম একেবারে শীর্ষে এবং লন্ডনের মেয়র বরিস জনসনের নাম দ্বিতীয় স্থানে রয়েছে। পত্রিকাটির প্যানেল অব এডিটরস, সমালোচক এবং সাংবাদিকরা লন্ডনে এক হাজার প্রভাবশালী লোকের বার্ষিক রোষ্টার তুলনা করে বলেন অসবোর্ণ অর্থনৈতিক মন্দাবস্থা কাটিয়ে উঠতে নেতৃত্ব দিয়েছেন এবং রাজধানীকে অর্থনৈতিক এবং সৃষ্ঠিশীল শিল্পের জন্য একটি বিশ্ব কেন্দ্রে পরিণত করতে সহায়তা করেছেন।
৪২ শতাংশ লন্ডনবাসি বিশ্বাস করেন অসবোর্ণ এক্সচেকারের সর্বোত্তম চ্যাঞ্চেলর। ২০ শীর্ষ ব্যক্তিদের মধ্যে অন্যান্যদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ি পাকিস্তানি স্কুল ছাত্রী মালালা ইউসুফজাইও রয়েছেন।
ইভিনিং স্টান্ডার্ডের ১০০০ শীর্ষ ক্ষমতাবানদের তালিকার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাইক্রোসফট কো-ফাউন্ডার বিল গেটস ও তার স্ত্রী মেলিন্দা যাদের ফাউন্ডেশন বিশ্বব্যাপী দারিদ্রতা, রোগ ও ক্ষুধা নিরাময়ে ৩০ বিলিয়ন ডলারের অধিক সহায়তা করেছেন এক বিবৃতিতে বলেছেন “ আমরা এই বছরের ইভিনিং স্টান্ডার্ডের ১০০০ শীর্ষ ক্ষমতাবানদের তালিকা সমর্থন করছি।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button