হালাল পর্যটনে এগিয়ে আবুধাবি
হালাল পর্যটনে শীর্ষস্থানে থাকতে চায় আবুধাবি। সেলক্ষ্যে সেখানকার পর্যটন প্রতিষ্ঠানগুলোকে ইসলামি মূল্যবোধ রক্ষা করে প্যাকেজ তৈরির ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করছে পর্যটন ও সংস্কৃতি কর্তৃপক্ষ।
হালাল পর্যটন প্যাকেজে থাকবে- হালাল খাদ্য ও পানীয়ের সুবিধাসহ হোটেল, পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে অবকাশ কাটানোর সুবিধা, ইসলামী ঐতিহ্যের বিভিন্ন স্থান ও মসজিদ পরিদর্শন ইত্যাদি।
আবুধাবি পর্যটন ও সংস্কৃতি কর্তৃপক্ষের প্রচার ও বৈদেশিক অফিসের পরিচালক মোবারক আল নুয়াইমি বলেন, আমরা হালাল পর্যটনের সুনির্দিষ্ট কৌশল নিয়ে কাজ করছি। যা হবে ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্যশীল।
পর্যটন কর্তৃপক্ষ যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় হালাল পর্যটন পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বাজার যাচাইয়ে কথা বলেছে। এছাড়া চারটি বড় হোটেল এই হালালবুকিং ডটকম এই ওয়েবসাইটে নাম লিখিয়েছে।
নুয়াইমি বলেন, অনেক প্রতিষ্ঠানই এ মার্কেটের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছে।