জার্মান প্রেসিডেন্টের সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাত্
শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস জার্মানির প্রেসিডেন্ট জকিম গাউকের সঙ্গে সাক্ষাত্ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার জার্মানির বার্লিনে রবার্ট বচ ফাউন্ডেশনের ৫০তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তাদের মধ্যে এ সাক্ষাত্ হয়। অনুষ্ঠানে জার্মান প্রেসিডেন্ট প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘ভবিষ্যত্ গড়ন: নাগরিক সমাজের ভূমিকা’।
দুই দিনের অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস ছাড়াও জার্মানির কেন্দ্রীয় অর্থ-সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী জার্ড মুলার, শান্তিতে এ বছর নোবেল জয়ী ভারতের কৈলাশ সত্যার্থী বক্তব্য দেন। বচ ফাউন্ডেশন তাদের আগামী কর্মসূচিগুলোতে সামাজিক ব্যবসার ধারণা প্রসারের পরিকল্পনা করছে বলে ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।