বিনামূল্যে খাবার
দরিদ্রদের বিনামূল্যে খাবার দিচ্ছে সৌদি আরবের রিয়াদের একটি রেস্তোরাঁ। সামুদ্রিক খাবারের ওই রেস্তোরাঁয় যে চাইছে তাকেই বিনামূল্যে খাবার দেয়া হচ্ছে। রেস্তোরাঁর বাইরে টাঙানো নোটিশে তারা লিখেছে, আপনার কাছে অর্থ না থাকলে, এখানে বিনামূল্যে খাবারের অর্ডার দিতে পারেন। যে কেউই অর্থ নেই দাবি করছেন, কোন প্রকার প্রশ্ন ছাড়াই তাকে দেয়া হচ্ছে খাবার। রেস্তোরাঁর এক মুখমাত্র জানান, স্থানীয় এলাকায় অগ্নিসংযোগের ঘটনার পর রেস্তোরাঁর মালিক এমন সিদ্ধান্ত নিয়েছেন। যাদের খাবার কেনার সামর্থ্য নেই তাদেরকে এ সেবা দেয়ার সিদ্ধান্ত নেন তিনি।
তবে ওই অগ্নিসংযোগে কোন প্রাণহানি হয়নি। সবাই নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছিলেন। অনেক পরিবার নিয়মিতই ওই রেস্তোরাঁতে গিয়ে খাবার চায়। আর কোন জটিলতা ছাড়াই খাবার পেয়ে যায় বিনামূল্যে।
রেস্তোরাঁর মালিক কর্মীদের নির্দেশ দিয়ে রেখেছেন, কেউ এসে খাবার চাইলে তাকে পাল্টা কোন প্রশ্ন না করতে। ওই মুখপাত্র বলেন, মাঝে মাঝে তরুণ বয়সী ছেলেরা এসে দাবি করে তাদের কাছে কোন অর্থ নেই। তারা খাবারের অর্ডার দেয়। এবং আমরা তাদেরকে খাবার দিই। অনেক ক্ষেত্রে তারা শেষ মুহূর্তে গিয়ে অর্থ দিতে চায়। তাদের ভাষ্য অনুযায়ী তারা দেখতে চেয়েছিল বাইরের নোটিশ সত্যিকার অর্থে নাকি শুধু কোন ব্যবসার কৌশল। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা রেস্তোরাঁ মালিকের ভূয়সী প্রশংসা করেছে। এমন পরোপকারী উদ্যোগের জন্য তাকে পুরস্কৃত করারও জোর আহ্বান জানিয়েছেন অনেকে। অন্যান্য ব্যবসা মালিকদের তার উদাহরণ অনুসরণ করা উচিত বলেও পরামর্শ দিয়েছেন অনলাইন ব্যবহারকারীরা।