পবিত্র রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ব্রিটেনে পবিত্র রমজান উপলক্ষে ও বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ শুভেচ্ছা জানান। ঢাকার ব্রিটিশ হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেভিড ক্যামেরুন বলেছেন, ‘পবিত্র রমজান মাসে যারা রোজা পালন করছেন তাদের সবার প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। এ মাসে ইসলামের সত্যিকার চেতনার বহিঃপ্রকাশ ঘটে। মুসলমানরা তাদের দৈনিন্দন জীবনে যে গভীর ত্যাগ স্বীকার করেন তাকে আমরা চিরন্তন সত্য বলে গ্রহণ করতে পারি, তারা অভাবীদের জন্য প্রার্থনা করেন এবং খোদার প্রতি গভীর অনুরাগ প্রদর্শনে রোজা রাখেন। তিনি বলেন, যে দেশে সব মানুষ অবাধে নিজ নিজ ধর্ম পালন করতে পারে সে দেশের প্রধানমন্ত্রী হতে পেরে আমি গর্বিত। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রমাজান উপলক্ষে মুসলমানদের অনুরূপভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।