প্রভাবশালী লন্ডনার্সদের তালিকায় বাংলাদেশী মেসবাহ
লন্ডনের বিশ্ববিখ্যাত লিডিং মাল্টিডিসিপ্লিনারি বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার- ফ্রান্সিস গ্রিক ইন্সটিটিউটে বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, কমিউনিটি, রাজনীতি, সিনেমা, একাডেমিক- এককথায় সর্বক্ষেত্রে অবদান রেখে লন্ডনসহ বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এবং কর্ম, খ্যাতি ও দক্ষতা দিক থেকে সর্বাধিক প্রভাবশালী ১০০০ জনের তালিকা প্রকাশ করে। এই ১ হাজার প্রভাবশালী লন্ডনার্সদের তালিকায় জায়গা করে নিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশী মেসবাহ আহমেদ। তালিকায় ফিলানথ্রপিস্ট ও লিডারর্স সেকশনে মেসবাহ আহমদকে একজন দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রান লন্ডনার্স হিশেবে উল্লেখ করা হয়েছে। ইভিনিং স্ট্যান্ডার্ডের এই প্রভাবশালী তালিকায় রয়েছেন, মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস, বৃটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি, বিখ্যাত অভিনেত্রী এঞ্জেলিনা জুলি, ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন, ব্রিটেনের শীর্ষ বিজ্ঞানী স্যার পোল নার্স, চ্যান্সেলার জর্জ অসবর্ন, হোম সেক্রেটারী থেরেসা মে, ব্যাংক অব ইংল্যান্ডের গর্ভনর মার্ক কানি ও ব্রিটেনের শীর্ষ ধনী ব্যক্তি ভারতীয় বংশোদ্ভুত লাক্সি মিত্তালসহ ব্রিটেনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ ব্যক্তিরা।
প্রভাবশালী তালিকায় ব্রিটেনের এথনিক কমিউনিটির সবচেয়ে বৃহৎ স্পোর্টস সংগঠন লন্ডন টাইগার্সের চীফ এক্সিকিউটিভ অফিসার মেসবাহ আহমেদ ও তার হাতে গড়া সংগঠনের ভূয়সী প্রশংসা করা হয়। লন্ডন টাইগার্স গত ২৫ বছর ধরে কমিউনিটিতে খেলাধুলার প্রসারে ভূমিকা রাখছে। ব্রিটেনে প্রায় অর্ধশতাধিক দেশের অরিজিন ৩ হাজার খেলোয়ার লন্ডন টাইগার্সের হয়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নিচেছ। এছাড়াও তরুনদের ক্যারিয়ারমুখি রাখা, ড্রাগ ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখা, চাকুরী ও ট্রেনিং প্রদানে লন্ডন টাইগার্স কাজ করে যাচেছ। একটি বাংলাদেশী মালিকানাধীণ সংগঠন হয়েও লন্ডন টাইগার্স এখন ব্রিটেনের মাল্টিকালচারাল সোসাইটিতে সেরা সংগঠনে পরিনত হয়েছে। ইতিমধ্যে গত ৭ অক্টোবর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ( ইসিবি) লন্ডন টাইগার্স ক্রিকেট ক্লাবকে ব্রিটেনের সেরা এশিয়ান ক্রিকেট ক্লাব হিশেবে স্বীকৃতি দিয়েছে। ক্রিকেটের তীর্থস্থান লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইংলিশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইক গেটিং লন্ডন টাইগার্সের প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এছাড়াও গত ২০১২ সালে লন্ডন টাইগার্স ফুটবল দলকে সেরা এশিয়ান ফুটবল দলের স্বীকৃতি দিয়েছে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন। বিশ্বকাপ ফুটবলের পরই, ফুটবলের সবচেয়ে বড়ো আসর এফ এ কাপে একমাত্র ফুটবল ক্লাব হিশেবে গত ২ বছর ধরে খেলছে মেসবাহ আহমদের লন্ডন টাইগার্স। এছাড়াও তরুনদের নিয়ে লন্ডন টাইগার্সের সৃজনশীল কাজের জন্যই মেসবাহ আহমদকে প্রভাবশালী তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।
ওয়েস্ট লন্ডনের মার্লেবন এলাকায় বসবাসকারী মেসবাহ আহমদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানী বাজার উপজেলার নিধনপুর গ্রামে। তিনি ওয়েস্ট লন্ডনের সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব প্রয়াত হাফিজ উদ্দিনের পুত্র।
উল্লেখ্য, প্রভাবশালী ১০০০ জনের তালিকা প্রকাশ ও তাদের সেলিব্রেশন উপলক্ষে লন্ডনে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠা এবং বিল গেটস ফাউন্ডেশনের চেয়ার বিল গেটস ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও সেলিব্রেটি এই ১০০০ লিস্টের খেতাবধারী ইনফুয়েন্সিয়ালদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
জমকালো এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিল গেটস বলেন, প্রভাবশালী শীর্ষ এই ১০০০ তালিকা শুধু ব্রিটেনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব সারা বিশ্বের দারিদ্রতা, অপুষ্টিরোধ, শিক্ষার উন্নয়নে সহায়তা করে থাকে। বিল বলেন, বিশ্বের দারিদ্রতা দূরীকরণে আমরা প্রতিদিনই সারা বিশ্বে এভাবে কাজ করে চলেছি।
বিল আরো বলেন, তিনি গর্ববোধ করছেন, ইভনিং স্ট্যান্ডার্ডের এই প্রভাবশালী ১০০০ তালিকায় শরিক হয়ে, যাতে এই সেলিব্রেটিরা সারা বিশ্বের জনগণের জীবন মান উন্নয়ন এবং বিশেষ করে দারিদ্রতামুক্ত বিশ্ব গড়তে বিশেষ অবদান রাখবেন, প্রভাবান্বিত করবেন।