ওয়েষ্ট লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদ ইন দ্যা পার্ক

Bishwaওয়েষ্ট লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদ ইন দ্যা পার্ক অনুষ্ঠিত হয় ৮ আগষ্ট ওয়েষ্ট লন্ডনের আইজেল ওয়ার্থের সাওন লেইন স্কুল মাঠে। মুসলিম সেন্টারের উদ্যোগে প্রথমবারের মতো এ জাতীয় আয়োজনে স্থানীয় মুসলিম কমিউনিটিতে এ উপলক্ষে অভ‚তপূর্ব সাড়া পড়ে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নারী পুরুষের স্বপরিবারে স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র ঈদুল ফিতর। সকাল থেকেই টুইকেনহাম, উইটন, হাউন্সলো, আইজেলওয়ার্থ, ব্র্ন্টেফোর্ড, হ্যানওয়ার্থসহ পাশ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা দলে দলে ঈদের মাঠে যোগদান করতে থাকেন। সামারের এই র্রোদ্রজ্জ্বল দিনে আনন্দের বন্যা বয়ে যায় সবখানে। সকাল সাড়ে দশটার মধ্যেই মাঠে জামায়াতের জন্যে নির্ধারিত স্থান প্রায় ভরে উঠে। ঈদের জামাতে শিশু কিশোর ও তরুণদের উপস্থিতি ছিলো বেশ লক্ষণীয়। তাদের চোখমুখ জ্বল জ্বল করছিলো ঈদের খুশিতে।
নামাজের জামায়াতে ইমামতি করেন ওয়েষ্ট লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ও চ্যানেল এস খ্যাত বিশিষ্ট প্রেজেন্টার আবু সাঈদ আনসারী। নামাজ শেষে ঈদের খুতবায় তিনি আল্লাহতাআলার দরবারে কায়োমনে বাক্যে সবার গুনাহখাতা, নামাজ, রোজা ও তওবা কবুলের জন্যে দোআ করেন। এছাড়া বাংলাদেশ, পাকিস্তান, মিশর, সিরিয়া, বার্মা, ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমের সার্বিক কল্যাণ, উন্নতি ও শান্তি-সমৃদ্ধির জন্যে দোআ করেন। তার এই আবেগঘন দোআ অনেকের চোখেই পানি চলে আসে।
নামাজ শেষে ঈদের খুশিতে ভরে সমগ্র মাঠ। পারস্পরিক কোলাকুলিতে মুসলিম ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার এক অপরূপ দৃশ্য সত্যিই ছিলো উপভোগ্য। আয়োজনকারী ভলান্টিয়াররা শিশু কিশোরদের হাতে ঈদ মোবারক লেখা রঙ বেরঙের বেলুন ও গিফট প্যাকেট তুলে দেন। এছাড়াও সেখানে ছিলো হালকা খাবার ও পানীয়ের ব্যবস্থা।
সব মিলিয়ে গোটা ঈদ অনুষ্ঠানটি ছিলো খুবই মনোমুগ্ধকর। অনেকেই মুসলিম সেন্টারের উদ্যোগে এ জাতীয় ঈদ অনুষ্ঠান প্রতি বছরই আয়োজনের অনুরোধ জানান এবং এজন্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button