সিরিয়ায় গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ২ লাখ অতিক্রম
২০১১ সালের মার্চে শুরু হওয়ার পর থেকে সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। এ বিষয়ে শিগগিরই নতুন পরিসংখ্যান প্রকাশ করা হবে। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক কমিশনের নতুন কমিশনার জায়দ রাদ আল হুসাইন নতুন পরিসংখ্যানে নিহতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, সিরিয়ার মতো ইসলামিক স্টেটের (আইএস) দখল করে নেয়া ইরাকের উত্তরাঞ্চলের লড়াইয়ে নিহতের সংখ্যা সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে ইরাকে নিযুক্ত জাতিসঙ্ঘ মিশন। আইএসকে একটি ‘গণহত্যাকারী আন্দোলন’ বলে অভিহিত করেন আল হুসেইন।
তিনি বলেছেন, তারা সারা বিশ্ব থেকে লোক সংগ্রহ ও ‘ব্রেনওয়াশ’ করার জন্য ইন্টারনেট ও সামাজিক গণমাধ্যমগুলোকে ব্যবহার করছে। এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অপরাধ করছে বলে অভিযোগ করেন হুসেইন।
সিরিয়া ও ইরাকে এসব বিষয় আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করার জন্য তিনি জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।