বিভিন্ন দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত

Eidদীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৃহস্পতিবার উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। বুধবার ওইসব এলাকায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সূর্যাস্তের পর পরই সৌদি আরব, মিশর, ইরাক, ইরান ও বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দেয় দেশগুলোর সরকার প্রধান ও কর্তৃপক্ষ।
মিশর : রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঈদ উল ফিতর পালন করছেন মিশরীয়রা। সকালে কায়রোয় ঈদ জামাতে অংশ নেন মিশরের অন্তর্র্বতী সরকারের প্রেসিডেন্ট আদলি মনসুর, সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসিসহ সরকারে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। ওদিকে, তাহরির স্কয়ারেও অনুষ্ঠিত হয় আলাদা ঈদ জামাত ।
মিশরে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, আমরা আশা করছি ঈদ সকল বিভেদ ভুলে সবাইকে আবার একতাবদ্ধ করবে। সংঘাতের পথ পরিহার করে রাজনতিক সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পথ তৈরি হবে।
সিরিয়া : সংঘাতপীড়িত মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ার মানুষ ঈদ উদযাপন করছে ভীতির মধ্যে। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের গাড়ি বহরে হামলার খবর প্রচারিত হবার পর দামেস্কে ঈদের জামাতে অংশ নিতে দেখা যায় তাকে। এছাড়া, তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীরাও ঈদ পালন করেছেন।
ইয়েমেন : জঙ্গি হামলার আশঙ্কা ও কড়া নিরাপত্তা মধ্যে ইয়েমেনও পালিত হচ্ছে ঈদ উল ফিতর।
ফিলিস্তিন : ফিলিস্তিনে জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা। অনেকেই মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রস্থান বলে পরিচিত জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করতে আসেন। রামাল্লায় ঈদের নামাজ আদায়ের পর প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের কবর জেয়ারত করেন বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ইন্দোনেশিয়া : দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাকার্তার আল-আহজার মসজিদে। এতে প্রায় ৩ হাজার মানুষ অংশ নেন।
মালয়েশিয়া : উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন মালয়েশিয়ার মানুষ। কুয়ালালামপুরে ঐতিহ্যবাহী পোশাকে হাজার হাজার মানুষ ঈদ জামাতে অংশ নেন। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
এছাড়া আফগানিস্তান, চীন, ফিলিপিন্স ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের মুসলমানরাও আজ ঈদ উদযাপন করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button