ব্রিটেনে বেতন বৃদ্ধির দাবীতে কর্মবিরতি
ব্রিটেনে শনিবার হাজার হাজার সরকারি কর্মচারি তাদের বেতন বৃদ্ধির দাবীতে ২৪-ঘন্টার কর্মবিরতী পালন করেছেন। বিবিসি জানায় টিউসি ও অন্যান্য ইউনিয়নগুলির ডাকে শনিবার লন্ডনে এই বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতী পালন করা হয়। পরে গ্লাসগো ও বেলফাষ্টে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এদিকে সরকার বলেছে বেতন নিয়ন্ত্রণ চাকুরি ও সেবা প্রদানকে নিরাপদ করেছে।
ট্রেড ইউনিয়ন কংগ্রেস(টিইউসি) বলেছে প্রকৃতপক্ষে ২০০৮ সাল থেকে সপ্তাহে গড়পড়তা ৫০ পাউন্ড মজুরি হ্রাস পেয়েছে।
টিইউসি জেনারেল সেক্রেটারি ফ্রান্সেস ও’গ্রাডি বলেন “ ইতিহাসের দীর্ঘতম ও গভীরতম বেতন সংকোচনের পর আমাদের আহ্বান হচ্ছে-এই লক-আউট অবসানের সময় এসেছে”
তিনি বলেন শীর্ষ পরিচালকরা গড়পড়তা শ্রমিকদের চাইতে ১৭৫ গুণ বেশি বেতন পান, অথচ এখনো ৫০ লক্ষ লোক জীবন ধারণের চেয়ে অনেক কম আয় করেন।