ব্রিটেনে ভারতবিরোধী বিক্ষোভের পরিকল্পনা
ব্রিটেনের মাটিতে ব্যাপক ভিত্তিতে ভারতবিরোধী বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। কাশ্মীরের স্বাধীনতা দাবিতে আগামী ২৬ অক্টোবর ওই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। মিলিয়ন মার্চ নামের ওই বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ভারত এরই মধ্যে বিক্ষোভের বিরুদ্ধে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে উদ্বেগ প্রকাশ করেছে।
শনিবার ডন জানায়, স্বাধীন জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরীর তত্ত্বাবধানে ব্রিটেনে ভারতবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিক্ষোভটি ট্রাফলেগার স্কয়ার থেকে শুরু হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে গিয়ে শেষ হবে। একই ধরনের আরেকটি বিক্ষোভ ২৭ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত হবে।