ব্রিটেনে ব্যাংক ঋণের সুদের হার হ্রাস করার সুপারিশ
ব্রিটেনের কেন্দ্রিয় ব্যাংক অব ইংল্যান্ড দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অচলাবস্থা এড়াতে তপশীলি ব্যাংকসমূহকে সুদের হার হ্রাস করার সুপারিশ করেছে। ব্যাংক অব ইংল্যান্ড এর প্রধান অর্থনীতিবিদ এন্ড্রু হালডেন বলেন দুর্বল বিশ্ব প্রবৃদ্ধি, স্বল্প মজুরি বৃদ্ধি, অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কারণে ব্রিটিশ অর্থনীতি নিয়ে তিনি হতাশাগ্রস্থ।
তিনি বলেন ইউরোপে বিশেষ করে গ্রীসে প্রবৃদ্ধির অভাব, ইবোলার ক্ষতিকর প্রভাব এবং চীন ও যুক্তরাষ্ট্র থেকে উদ্বেগপূর্ণ অর্থনৈতিক তথ্যের কারণে বিনিয়োগকারিদের হতাশা এই সপ্তাহের বিশ্ববাজারকে শ্লথ করে দিয়েছে।
কেনিলওয়ার্থে স্থানীয় ব্যবসায়ি নেতাদের উদ্দেশ্যে এক বক্তৃতায় হালডেন ব্রিটিশ অর্থনীতি এখন ‘আনন্দ ও বেদনা’ দুটি নিয়েই চলছে বলে মন্তব্য করেন।
তিনি বলেন এখনো আনন্দিত হওয়ার মতো প্রচুর কারণ রয়েছে। মুদ্রাস্ফিতি ও ঋণ ব্যয় নিম্নমুখি এবং এবছরের প্রবৃদ্ধি যেকোন বিশাল অর্থনীতির মতো দ্রুততর করার প্রচেষ্ঠা চলছে।