লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পবিত্র হজ নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী এই আদেশ দেন।
আদালতে হাজির না হওয়ায় মামলার বাদীপক্ষ লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ইসলাম অবমাননার অভিযোগে উলামা লীগের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ২ অক্টোবর ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত আজ সোমবার লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।