লন্ডনে ইমিগ্রান্টরা নানা রকম জটিলতার মুখোমুখি
চ্যারেটি সংগঠন লিগ্যাল অ্যাকশন গ্রুপের এক রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে ব্রিটেনে বসবাসকারী হাজার হাজার বৈধ ইমিগ্রান্ট নতুন ইমিগ্রেশন আইনের কড়াকড়ির কারণে নানা ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছেন। নতুন আইনে হারাচ্ছেন নানা রকম সুযোগ-সুবিধা, বঞ্চিত হচ্ছেন বেনিফিট সুবিধা থেকে। বিশেষ করে যারা ইনডেফিনিট লিভ টু রিমাইন ক্যাটাগরিতে ব্রিটেনে বসবাস করছেন তাদের পোহাতে হচ্ছে নানারকম ভোগান্তি।
ইনডেফিনিট লিভ টু রিমাইন সিলযুক্ত পাসপোর্টটি কোনো কারণে হারানো গেলে, সেটি ফেরত পেতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আবার ইংরেজি ভাষার জন্য ‘ইনডেফিনিট লিভ টু রিমাইন’ পাচ্ছেন না অনেক বৈধ ইমিগ্রান্টও। কারণ ইনডেফিনিট লিভ টু রিমাইন পেতে হলে ওই ইমিগ্রান্টকে অবশ্যই ইংরেজি ভাষা বলা এবং বুঝার দক্ষতার পরীক্ষায় পাস করতে হয়, পাশাপাশি ‘লাইফ ইন দ্য ইউকে’ টেস্টেও কৃতকার্য হতে হয়। ইংরেজি দক্ষতা প্রমাণে ব্যর্থ হওয়ার কারণে অনেক বৈধ ইমিগ্রান্ট ‘ইনডেফিনিট লিভ টু রিমাইন’ পেতে ব্যর্থ হচ্ছেন।
অন্যদিকে ২০১৪ সালের নতুন ইমিগ্রেশন নীতিতে অবৈধ ইমিগ্রান্টদের ব্রিটেনে বসবাসের সুযোগ বন্ধ করতে বাসা ভাড়া দেয়ার আগে মালিককে ভাড়াটিয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস বাধ্যতামূলকভাবে চেক করার আইন পাস করা হয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ও রোগীকে অবশ্যই চিকিৎসা নেয়ার পূর্বে বৈধতার প্রমাণ দিতে হবে। রিপোর্টটিতে আরো বলা হয়েছে, কাজ ও পেনশনের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি আরোপের ফলে অবৈধদের পাশাপাশি বৈধদের নানা রকম যাচাই-বাচাইয়ের মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।