যুক্তরাষ্ট্রের ভিসা এখন চট্টগ্রাম ও সিলেট থেকে
এখন থেকে চট্টগ্রাম ও সিলেট থেকে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা প্রার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর করার জন্য বেশ কিছু পরিবর্তন করে। এ প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে চট্টগ্রাম ও সিলেট থেকে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করা যাবে। পাশাপাশি এসব কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনপত্রের সাথে সাথে ভিসা প্রার্থীরা তাদের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্রও জমা দিতে পারবেন।
২০০৮ সালের পর থেকে যেসব আবেদনপ্রার্থীর ভিসা ইস্যু করা হয়েছে তারা সাক্ষাৎকার ছাড়া কর্মসূচির (ড্রপ বক্স) আওতায় তাদের পাসপোর্ট জমা দিতে পারবেন। এ সেবার মাধ্যমে সাক্ষাৎকার ছাড়াই তারা ভিসা নবায়ন করতে পারবেন। এছাড়া অন্যান্য সকল আবেদনকারীকে ভিসা সাক্ষাৎকারের জন্য ঢাকায় আসতে হবে বলেও জানানো হয় দূতাবাস থেকে।