মোবারক-বিরোধী আসমার মিসর ত্যাগে বাধা

Asmaমিসর কর্তৃপক্ষ দেশটিতে ২০১১ সালের মোবারক-বিরোধী অভ্যুত্থানের বিখ্যাত আন্দোলনকারী আসমা মাহ্ফুজকে দেশ ত্যাগে বাধা দিয়েছে। মঙ্গলবার রাতে ব্যাংকক যাওয়ার পথে তাকে বাধা দেয়া হয়।
২০১১ সালের গোড়ার দিকে মিসরে ওই গণঅভ্যুত্থানে দেশটির সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন ঘটে। তরুণ নেত্রী হিসেবে সুপরিচিত আসমা ওই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে একটি অনুরোধ পাঠানোর পর অভিবাসন কর্মকর্তারা কায়রো বিমানবন্দরে আসমাকে দেশত্যাগে বাধা দেয়।
ওই কর্মকর্তা আরো জানান, কিছু সময় আটক রাখার পর আসমাকে বাড়ি ফিরে যেতে বলা হয়। আসমা তার স্বামী ও বোনের সঙ্গে ব্যাংকক যাচ্ছিলেন।
উল্লেখ্য, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত বছর ক্ষমতাচ্যুতির পর তার সমর্থক ও সেকুল্যার এক্টিভিস্টসহ বিরোধীদের ওপর দমন পীড়ন চালাচ্ছে সামরিক সরকার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button