ব্রিটিশ নারীদের কাছে সন্তানের চেয়ে ক্যারিয়ার বড়
ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে- এই আশঙ্কায় অর্ধেক ব্রিটিশ নারী সন্তান নিতে চায় না। তারা ক্যারিয়ারের স্বার্থে সন্তানহীন থাকতেই পছন্দ করছে বলে এক সমীক্ষায় জানা গেছে।
সমীক্ষায় দেখা যায়, দুই-তৃতীয়াংশ নারী (৬৭ ভাগ) মনে করে, সন্তান নিলে তাদের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়বে। সন্তানহীন নারীদের অর্ধেক মনে করে, তারা যে চাকরি করছে, তাতে সন্তান নিলে তারা সমস্যায় পড়বে। ৫৫ শতাংশ মনে করে, চাকরি ও সন্তান লালন-পালনের মধ্যে ভারসাম্য সৃষ্টি করা কঠিন কাজ।
প্রায় ২,০০০ নারীর ওপর সমীক্ষা চালিয়ে অ্যাসোসিয়েশন অব অ্যাকাউন্টিং টেকনেশিয়ান্স (এএটি) এসব তথ্য জানিয়েছে। এদের অর্ধেক সন্তানহীন, বাকিদের সন্তান রয়েছে।
যাদের সন্তান রয়েছে, সেইসব নারীদের ১৬ শতাংশই তাদের সন্তানদের প্রথম শব্দটি মিস করে, ১৫ শতাংশ তাদের সন্তানদের প্রথম হাঁটাহাঁটি মিস করে। ২৪ শতাংশ জানিয়েছে, সন্তান নেয়ার পর তারা ক্যারিয়ার পরিবর্তন করেছে।