সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ ইইউতে অবস্থানের পক্ষে
ইউকেআইপি’র উত্থান সত্তেও ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে ব্রিটিশরা ঘুরে দাঁড়িয়েছে। নতুন এক জনমত জরীপে দেখা যায় আসন্ন গণভোটে সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ ইইউতে অবস্থানের পক্ষে ভোট দেবেন।
খবরে বলা হয় গত দুই বছরের মধ্যে এটি একটি নাটকীয় পরিবর্তন। সমীক্ষায় বলা হয় এই বছর ইউকেআইপি’র উত্থান হলেও ইইউবিরোধী মনোভাব নিয়ে বিশেষ কিছু করার নেই, তবে ইমিগ্র্যাশনের ব্যাপারে দুশ্চিন্তা নিয়ে অনেক কিছু করার আছে।
৫৬ শতাংশ লোক বলেছেন এখন যদি গণভোট অনুষ্ঠিত হয়, তাহলে তারা ইইউতে থাকার পক্ষে তাদের রায় দেবেন।অন্যদিকে শুধুমাত্র ৩৬% লোক ত্যাগ করার পক্ষে।
আইপিএসওএস এমওআরআই নির্বাচনি জরিপে বলা হয় এই ফলাফল পরিস্কার ৬১:৩৯ এ একটি বিভক্তি।২০১২ সালের এক জরীপে এই ফলাফল ছিল ৪৪:৪৮। ওই সময় মাইকেল ফ্যারাজের পার্টির থলেতে মাত্র ছিল ৩% যা বর্তমানে ১৬%।