বাংলাদেশ হাই কমিশনের ‘আউটস্ট্যন্ডিং এচিভমেন্ট এওয়ার্ড ২০১৪’ : আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর
এ বছরের জিসিএসই এবং এ-লেভেল পরীক্ষায় যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্বের স্বীকৃতি দিতে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন। এজন্য আগামী ৯ ডিসেম্বরের মধ্যে আগ্রহীদের আবেদন হাইকমিশনে পৌঁছতে হবে।
দূতাবাসের দ্বিতীয় সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার যে সকল ছাত্র-ছাত্রী জিসিএসই-তে নূন্যতম ১০ দশটি বিষয়ে ‘এ’ এবং এ-লেভেল পরীক্ষায় নূন্যতম ৩ তিনটি বিষয়ে ‘এ’ পেয়েছে তারা আবেদন করতে পারবে। শিক্ষার্থী নিজে অথবা তাদের অভিভাবকরা আবেদন করতে পারেন। নির্ধারিত ফরমে সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী ৯ ডিসেম্বরের মধ্যে ডাক/ফ্যাক্স/ই-মেইলযোগে হাই কমিশনের ঠিকানায় পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। শুধুমাত্র যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রসমূহ বিবেচনা করা হবে বলে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে।
আবেদনের জন্য নির্ধারিত ফরমটি বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ২ দুই কপি পাসপোর্ট সাইজ ছবিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/প্রিন্সিপাল কর্তৃক সত্যায়িত করে পাঠানো হবে।
নির্বাচিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দকে এওয়ার্ড প্রদানের পরবর্তী কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ হাইকমিশন যথাসময়ে অবহিত করবে।
উল্লেখ্য, প্রতি বছর এদেশের ‘জিসিএসই’ এবং ‘এ-লেভেল’ পরীক্ষায় ব্রিটিশ বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের বিশেষ কৃতিত্বের স্বীকৃতি দিতে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন ‘আউটস্ট্যন্ডিং এচিভমেন্ট এওয়ার্ড’ প্রদান করে থাকে।