এদারা বোর্ডের ফল প্রকাশ : মোট পরীক্ষার্থী ৬৪৮২, পাসের হার ৭৮.৭১%
বাংলাদেশের প্রাচীনতম কওমি শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ-এর ২০১৩ সালের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী এবারে পাসের হার শতকরা ৭৮.৭১% । এবারের পরীক্ষায় মোট ৬৪৮২ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মাঝে স্টার মার্ক (মুমতায) পেয়েছে ৫৮২ জন। প্রথম বিভাগ পেয়েছে মোট ১৮৪৭ জন; দ্বিতীয় বিভাগ ১২৫৫ জন এবং তৃতীয় বিভাগে পাস করেছে ১৪১৮ জন। সর্বমোট পাস করেছে ৫৭৭১ জন। ৩ আগস্ট বোর্ডের মহাসচিব মাওলানা আবদুল বাসিত বরকতপুরির হাতে ফলাফলের কপি তুলে দেন সহকারী পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা সৈয়দ আবদুর রহমান।
সর্বমোট ৩২টি কেন্দ্রের মাধ্যমে মোট ছয়টি স্তরে ৪০০টি মাদরাসা অংশগ্রহণ করে এবারের পরীক্ষায়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়ে ফলাফল প্রকাশিত হওয়ায় সন্তুষ প্রকাশ করেছেন বোর্ডের সভাপতি মাওলানা হোসাইন আহমদ বারকোটিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারে সর্বোচ্চ ক্লাস তাকমিল ফিল হাদিসে (স্নাতকোত্তর ডিগ্রি) পাসের হার ৮১.১%, তাকমিলে মেধা তালিকার প্রথম স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র মুস্তাকিম শিকদার। দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহবাগ জামেয়ার ছাত্র হাফিয সাইফুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র হাবিবুর রহমান।
ফযিলত (স্নাতক ডিগ্রি) স্তরে পাসের হার ৮০.৬%, এই স্তরে মেধা তালিকার শীর্ষে রয়েছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র নাসির উদ্দিন। দ্বিতীয় স্থানে রয়েছে জামেয়া ইসলামিয়া বুধবারী বাজারের ছাত্র হাফিয জয়নুল ইসলাম এবং তৃতীয় স্থানে রয়েছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র সাদিকুর রহমান।
সানবিয়্যাহ (উচ্চ-মাধ্যমিক) স্তরে পাসের হার ৭৭.২%, এই স্তরে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র হাফিয আলী আহমদ; দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র সালাহ উদ্দিন। তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র আবদুল হাকিম।
মুতাওয়াসসিতাহ (নিম্ন-মাধ্যমিক) স্তরে পাসের হার ৭৯.২%, এই স্তরে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম মেওয়ার ছাত্র রুহুল আমিন; দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া আরাবিয়া দিনারপুরের ছাত্র হাফিয তানভীর হোসাইন। তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র আবদুস সত্তার।
ইবতেদাইয়্যাহ (প্রাইমারি) স্তরে পাসের হার ৭৪.৭%, এই স্তরে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের হাফিয আহসান হাবিব নোমান; দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙার ছাত্র হুমায়ূন কবির; তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া আসআদুল উলুম রামধার হাফিয তোফায়েল আহমদ।
এ ছাড়া তাহফিযুল কুরআন বিভাগে মোট পাসের হার ৮৭.৬%। এ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে তিনজন। ওরা হচ্ছে, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদের ছাত্র হাফিয মারগুবুর রহমান, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের হাফিয আলী হোসাইন এবং তাহফিযুল কুরআন সোনারপাড়ার হাফিয সালমান মাহদি। দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদের হাফিয জুনায়েদ আহমদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে তিনজন। ওরা হচ্ছে, বাদে ঝিগলী দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার হাফিয মারুফ আহমদ; জামেয়া লুৎফিয়া গাগলাজুরের কবির হোসেন; জামেয়া মাছুমিয়া মাছিমপুরের হাফিয মনসুরুল আম্বিয়া।
বার্তা প্রেরক,আবদুল কাদির
পরীক্ষাসচিব,আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ
সর্বমোট ৩২টি কেন্দ্রের মাধ্যমে মোট ছয়টি স্তরে ৪০০টি মাদরাসা অংশগ্রহণ করে এবারের পরীক্ষায়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়ে ফলাফল প্রকাশিত হওয়ায় সন্তুষ প্রকাশ করেছেন বোর্ডের সভাপতি মাওলানা হোসাইন আহমদ বারকোটিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবারে সর্বোচ্চ ক্লাস তাকমিল ফিল হাদিসে (স্নাতকোত্তর ডিগ্রি) পাসের হার ৮১.১%, তাকমিলে মেধা তালিকার প্রথম স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র মুস্তাকিম শিকদার। দ্বিতীয় স্থান অধিকার করেছে শাহবাগ জামেয়ার ছাত্র হাফিয সাইফুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র হাবিবুর রহমান।
ফযিলত (স্নাতক ডিগ্রি) স্তরে পাসের হার ৮০.৬%, এই স্তরে মেধা তালিকার শীর্ষে রয়েছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র নাসির উদ্দিন। দ্বিতীয় স্থানে রয়েছে জামেয়া ইসলামিয়া বুধবারী বাজারের ছাত্র হাফিয জয়নুল ইসলাম এবং তৃতীয় স্থানে রয়েছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র সাদিকুর রহমান।
সানবিয়্যাহ (উচ্চ-মাধ্যমিক) স্তরে পাসের হার ৭৭.২%, এই স্তরে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র হাফিয আলী আহমদ; দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম দরগার ছাত্র সালাহ উদ্দিন। তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র আবদুল হাকিম।
মুতাওয়াসসিতাহ (নিম্ন-মাধ্যমিক) স্তরে পাসের হার ৭৯.২%, এই স্তরে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া কাসিমুল উলুম মেওয়ার ছাত্র রুহুল আমিন; দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া আরাবিয়া দিনারপুরের ছাত্র হাফিয তানভীর হোসাইন। তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্র আবদুস সত্তার।
ইবতেদাইয়্যাহ (প্রাইমারি) স্তরে পাসের হার ৭৪.৭%, এই স্তরে প্রথম স্থান অধিকার করেছে জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের হাফিয আহসান হাবিব নোমান; দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙার ছাত্র হুমায়ূন কবির; তৃতীয় স্থান অধিকার করেছে জামেয়া আসআদুল উলুম রামধার হাফিয তোফায়েল আহমদ।
এ ছাড়া তাহফিযুল কুরআন বিভাগে মোট পাসের হার ৮৭.৬%। এ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে তিনজন। ওরা হচ্ছে, জামেয়া ইসলামিয়া ফরিদাবাদের ছাত্র হাফিয মারগুবুর রহমান, জামেয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের হাফিয আলী হোসাইন এবং তাহফিযুল কুরআন সোনারপাড়ার হাফিয সালমান মাহদি। দ্বিতীয় স্থান অধিকার করেছে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদের হাফিয জুনায়েদ আহমদ এবং তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে তিনজন। ওরা হচ্ছে, বাদে ঝিগলী দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার হাফিয মারুফ আহমদ; জামেয়া লুৎফিয়া গাগলাজুরের কবির হোসেন; জামেয়া মাছুমিয়া মাছিমপুরের হাফিয মনসুরুল আম্বিয়া।
বার্তা প্রেরক,আবদুল কাদির
পরীক্ষাসচিব,আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ