স্পেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় এ্যাওয়ার্ড পেলেন স্যার ফজলে হাসান আবেদ
স্পেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় এ্যাওয়ার্ড ‘অর্ডার অব সিভিল মেরিট’ এ ভুষিত হলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের জাতীয় দিবস উপলক্ষে গুলশানের লেক শোর হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজার পক্ষে এওয়ার্ডটি তুলে দেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস টেখাদা।
অনুষ্ঠানে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও এ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাষ্ট্রদূত লুইস টেখাদা বাংলাদেশের সঙ্গে স্পেনের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, স্পেন বাংলাদেশের একটি বন্ধুপ্রতীম রাষ্ট্র। স্পেনের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের যে মৈত্রিক বন্ধন রয়েছে তা আগামী দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে।
তিনি তার বক্তব্যে স্যার ফজলে হাসান আবেদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, স্পেনের সর্বোচ্চ এ্যাওয়ার্ড ‘অর্ডার অব সিভিল মেরিট’ প্রদান করতে পেরে স্পেন গর্বিত।
এ্যাওয়ার্ড গ্রহণ করে স্পেনের রাজা ও সরকার এবং জনগণকে রাষ্ট্রদূতের আন্তরিক ধন্যবাদ জানান স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেন, আমি স্পেনের রাজা, সরকার এবং জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এ এ্যাওয়ার্ড ভূষিত করার জন্য।
তিনি বলেন, এ অর্জন আমার একার নয়, ব্র্যাকের এক লাখ ১০ হাজার কর্মী এর অংশীদার।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী।
অনুষ্ঠানে মন্ত্রী, কূটনীতিক, সিনিয়র সাংবাদিকসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।