মুসলিম প্রফেসনাল ইউরোপের উদ্যোগে হাউস অব লডর্সে সেমিনার

Houseমুসলিম প্রফেসনাল ইউরোপের উদ্যোগে আয়োজিত সেমিনারে উপস্থিত বিশিষ্টজনেরা বলেছেন, প্রত্যেক ব্রিটিশ বাংলাদেশী মুসলিমদের উচিত ব্রিটিশ ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা। কেননা আগামী নির্বাচনে ব্রিটিশ মুসলিম ও এথনিক ভোটারদের ভোট অত্যান্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।
সভায় অতিথিবৃন্দ সকল বৃটিশ বাংলাদেশীকে যদি এখনো ভোটার তালিকায় ভোগ অর্ন্তভুক্ত করে না থাকেন তাহলে এখন থেকে সংশ্লিষ্ট এলাকায় ভোট রেজিস্ট্রেশনের আহ্বান জানান।
মঙ্গলবার সংগঠনের উদ্যোগে বৃটিশ হাউজ অব লর্ডসে ’সেনসাস রিপোর্ট ২০০১ : এথনিক মাইনোরিটিস ইন ইউকে’ সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এম পি এফ এর চেয়ারপারসন,  ব্যারিস্টার মো. খালেদ নুর।
এতে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ হাউস অব লডর্সের সদস্য লর্ড নাজির আহমদ, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. জামিল শরিফ, প্রফেসর এনথনি হিথ, ব্লাক বোর্ড অফারেশনের ডেপুটি ডাইরেক্টর বিশ্বনায়তন সিটিজেন ইউকের সিনিয়র অর্গানাইজার জর্জ গ্রেবরিয়েল।
এছাড়া আলো আলোচনায় অংশ নেন এলএমসির সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বারি, বিশিষ্ট ইমিগ্রেশন এডভাইজার হাবিবুর রহমান, সংগঠনের অন্যতম নেতা আব্দুল হক হাবিব, মারুফ আহমদসহ আরো অনেকে।
সভায় স্বাগত বক্তব্যে লর্ড নাজির আহমদ বলেন, ব্রিটিশ মুসলিমরা তাদের নিজেদের অধিকার ও কর্তব্য নিয়ে অনেক পিছিয়ে আছে। ব্রিটিশ সমাজে একটি ভোটের অনেক মূল্য। এইটা সকলকেই অনুধাবন করতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button