পুলিশি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৬০ শহরে বিক্ষোভ
পুলিশি বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ৬০টি শহরে বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভের আয়োজন করেছে গণনির্যাতন বন্ধের বিরুদ্ধে আন্দোলনরত সংগঠন ‘স্টপ মাস ইনকারসারেশন নেটওয়ার্ক।’
২২ অক্টোবর বৃষ্টি উপেক্ষা করে নিউ ইয়র্কের টাইম স্কয়ারে বিক্ষোভ শোভাযাত্রায় শত শত মানুষ অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা মার্কিন পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জানান। এ ছাড়া নিরীহ মানুষ হত্যার সাথে জড়িত পুলিশদের ন্যায়বিচার দাবি করেন তারা। এ সময় গত ১৭ জুলাই পুলিশের হাতে নিহত এরিখ গারনারের ছবি বহন করেন বিক্ষোভকারীরা। এ ছাড়া ২০ বছর আগে পুলিশের গুলিতে নিহত এক ছেলের বাবা, নিকোলাস হেওয়ার্ড এবং ২০১২ সালে নিহত ছেলের মা এবং পুলিশের হাতে নিহত অনেক ব্যক্তির আত্মীয়স্বজন বিােভে যোগ দিয়েছেন।
পুলিশ গলা চেপে ধরায় দমবন্ধ হয়ে মারা গিয়েছিল এরিখ গারনার এবং সে সময় সে ‘আমি শ্বাস নিতে পারছি না’ বলে চিৎকার করার চেষ্টা করেছিল। এরিখের এই শেষ আর্তচিৎকারকে সোগান হিসেবে ব্যবহার করেছে নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা। পুলিশি বর্বরতার প্রতি ইঙ্গিত করে তারা একযোগে সোগান দেয়, আমি শ্বাস নিতে পারছি না।
এ দিকে জর্জিয়ার আটলান্টায় বিক্ষোভকারীরা ব্যস্ত সড়ক অবরোধ করে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে রাস্তায় শুয়ে পুলিশি বর্বরতার বিরুদ্ধে বিােভ করেছেন ক্ষুব্ধ জনতা।
অভিযোগ করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে সম্প্রতি পুলিশি বর্বরতা বৃদ্ধি পেয়েছে এবং বেশির ভাগ ক্ষেত্রে এসব বর্বরতার শিকার হচ্ছে দেশটির কৃষ্ণাঙ্গ মানুষ। মিসৌরির ১৮ বছরের তরুণ মাইকেল ব্রাউনসহ অন্যান্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশটিতে পুলিশি বর্বরতা বৃদ্ধির বিষয়টি ফুটে উঠছে। অবশ্য এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণপ্রতিবাদ সত্ত্বেও মার্কিন পুলিশ বাহিনীতে প্রয়োজনীয় সংস্কারের পদপে নেয়া হচ্ছে না, বরং যুদ্ধেেত্র ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম বিনামূল্যে মার্কিন পুলিশের মধ্যে বিতরণ করছে পেন্টাগন।