যথাযথ মর্যাদায় ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মত ফ্রান্সের মুসলমানরাও গতকাল পালন করেছেন অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
ফ্রান্সে বসবাসরত বিভিন্ন কমিউনিটির মুসলমানদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঈদ উদযাপন ও ঈদের নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়। বিশেষ করে নামাজ আদায়ের জন্য মসজিদ ছাড়াও বিভিন্ন স্থানে হল রুম ভাড়া করে নামাজ আদায় করেন।
অন্যান্য কমিউনিটির মুসলমানদের ন্যায় বাংলাদেশি কমিউনিটির মুসলমানদের মধ্যেও উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না । প্যারিসে বাংলাদেশী কমিউনিটির উদ্দ্যোগে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্টিত হয় \’বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে \’। পরপর অনুষ্টিত তিনটি জামায়াতে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে । তাছাড়া মহিলাদের ঈদের জামাতে অংশগ্রহনও ছিল চোখে পড়ার মত। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে দ্বিতিয় বৃহত্তম ঈদের জামাত অনুষটিত হয় ওভারভিলিয়ে বাংলাদেশি কমিউনিটি মসজিদে। তাছাড়াও মেট্রহোশ, লাশাপেলসহ বেশ কিছু স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব স্থানে একাধিক জামাত অনুষ্ঠিত ।
ঈদুল ফিতর উপলক্ষে ফরাসী প্রেসিডেন্ট ফ্রান্সেস ওরলান্ড মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ ও এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।