কাবা ঘরের চাবী রক্ষকের ইন্তেকাল

Sheikh Abdul Qadir Taha Al-Sheibiপবিত্র কাবা ঘরের চাবি রক্ষক শেখ আবদুল কাদির তাহা আল-শায়েবী গত বৃহস্পতিবার মক্কায় ইন্তেকাল করেছেন। তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। আল-শায়েবী পরিবার ঐতিহ্যগতভাবে ইসলাম পূর্ব যুগ থেকেই কাবা ঘরের চাবী রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। বর্তমান চাবি রক্ষক পরিবার শায়েবা বিন উসমান তালহার সাথে সম্পর্কিত যিনি মহানবী (সা:)-এর  সময়ে বাস করতেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button