প্রথম টুইট করলেন রাণী এলিজাবেথ
টুইটারে প্রথম টুইট করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ। শুক্রবার একটি জাদুঘর প্রদর্শন করতে গিয়ে টুইট করেন তিনি। সেখানে বার্তা শেষে ‘এলিজাবেথ আর’ স্বাক্ষর করেন তিনি। টুইট করতে গিয়ে হাতের গ্লোভও খোলেন রাণী এলিজাবেথ।
৮৮ বছর বয়সী রাণী লন্ডন’স সায়েন্স মিউজিয়াম এর একটি গ্যালারি উদ্বোধন করতে গিয়ে প্রথম টুইটারে নিজেকে আত্মপ্রকাশ করেন।
টুইটার বার্তায় তিনি বলেন, ‘সায়েন্স মিউজিয়ামের ইনফরমেশন এজ প্রদর্শনী উদ্বোধন করতে পেয়ে আনন্দিত এবং আশা করছি মানুষ এখানে এসে উপভোগ করবে। এলিজাবেথ আর’। ব্রিটিশ মোনারকি টুইটার অ্যাকুউন্ট থেকে এটি টুইট করা হয়।
এর কিছু পরেই একই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি টুইটে জানানো হয়, পূর্বের টুইটটি রাণী নিজে করেছেন। ৬২ বছরের শাসনামলে রাণী এলিজাবেথ সবসময়ই নতুন প্রযুক্তির সাথে নিজেকে তাল মেলাতে চেষ্টা করেছেন।