মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপন

Malaysiaআহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: পর্যটন নগরি মালয়েশিয়ার ভিবিন্ন প্রদেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরা ৮আগষ্ট বৃহস্পতিবার পবিত্র ইদুল ফিত্র পালন করেছেন। রাজধানী শহর কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের পরিচালনায় ঈদের বড় জামাত অনুষ্টিত হয় সকাল ৮ ঘটিকায় কুতারায়া বাংলা মার্কেটের সামনে। শহরের ভিবিন্ন মহললা থেকে ছুঠে আসেন প্রবাসীরা জামাতের সহিত নামাজ আদায় করতে। প্রতি বারের ন্যায় এবারও ব্যবসায়ী সমিতি সুষ্টু ভাবে নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। শত শত প্রবাসীদের উপস্তিতিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজ শুরু হওয়ার আগে বয়ান পেশ করেন, বাংলা মসজিদের খতিব হাফিজ মাওলানা মহিউদ্দিন। তিনি তার বয়ানে বলেন, আনন্দ প্রকাশের এক অপূর্ব উৎসব হচ্ছে ইদ। কুলষ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে একে অপরকে বুকে জড়িয়ে ধরার এমন আবেগ আরকে দিয়েছে আমাদের। এ মহামান্বিত খুশির দিনটিকে  বরন করে নেওয়ার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট নিয়মনীতি। ইদকে সত্যিকার পরম করুনাময়ের কাছে গৃহীত করতে চাইলে সবধরনের কৃত্রিমতা ও লৌকিকতার মুখোশ ঝেরে ফেলে অনাবিল আনন্দেমেতে ওঠার আহবান জানায় ইদ। আললাহ এবং তার রাসুল (সা:) এর আদর্শের সীমানা ডিঙ্গিয়ে যাতে এর কোন অমর্যাদা না হয় সেদিকে আমাদের সতর্ক  থাকা প্রয়োজন । কুতারায়ায় অনুষ্টিত ইদের জামাতে অংশ গ্রহণ করেন বাংলাদেশ হাই কমিমনের ফার্ষ্ট সেক্রেটারি হালিমুজ্জামান। মালয়েশিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, বিএনপি নেতা তালহা মাহমুদ, ওহিদুর রহমান ওহিদ, মো: জাকারিয়া, মাহতাব খন্দকার, রাশেদ বাদল। বিএনপি নেতা কাজী মো: সালাউদ্দিন। ব্যবসায়ীদের মধ্যে ছিলেন,হাজী পন্ডিত, বাবুল আখতার, মুক্তার আলম, লিটন এবং মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সকল ধর্মপ্রান মুসলমান প্রবাসীরা। এদিকে কুতারায়ায় অনুষ্টিত ঈদের নামাজ আদায়ে সবধরনের নিরাপত্তা দিয়েছে ডিবি কেএল। ঈদ উদযাপনে মালয়েশিয়াস্ত বাংলাদেশ হাই কমিশন, ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্বা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু,  পুচং, মালাক্কা, জহোরভারোতেও  ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button