২৫৪ রানে অলআউট বাংলাদেশ
জিম্বাবুয়ের চেয়ে মাত্র ১৪ রানে এগিয়ে থেকে বাংলাদেশের ইনিংস শেষ হলো। রোববার মিরপুরে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ অলআউট হয়ে যায় ২৫৪ রানে। দিনের বাকি সময় ২ ওভার ব্যাট করে জিম্বাবুয়ে করেছে বিনা উইকেটে ৫ রান। সার্বিকভাবে বাংলাদেশ এখন ৯ রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৪০ রানে অলআউট হয়েছিল।
তিনটি রান আউট বাংলাদেশের বড় স্কোর গড়ার স্বপ্ন নস্যাৎ করে দেয়। বাংলাদেশ আজ শুরু করেছিল ১ উইকেটে ২৭ রান নিয়ে। শামসুর রহমান ৮ রানে বিদায় নিলেও মমিনুল হক ও মাহমুদুল্লাহ জুটি দলকে এগিয়ে নিচ্ছিলেন। হাফসেঞ্চুরির পর মমিনুলের অহেতুক রান আউট দলের রাশ টেনে ধরে। তিনি ৫৩ রান করেছিলেন। এরপর সাকিব আল হাসানও (৫) ফিরে যান রান আউটের শিকার হয়ে। তারপর মাহমুদুল্লাহ ও অধিনায়ক মুশফিকুর রহীম ভালো কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন।
এই জুটি ৬৪ রান করে বিচ্ছিন্ন হন মাহমুদুল্লাহর বিদায়ে। তিনি ৬৩ রান করেছিলেন। শুভগত হোম ১৩ করে বিদায় নেন। ইনিংসের তৃতীয় রান আউটের শিকার হন শাহাদাত হোসেন। তিনি ০ করেই বিদায় নেন।