মেডিক্যালে ভর্তির পাসের হার ৩৪%
২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার প্রায় ৩৪ শতাংশ। রোববার দুপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদফতর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
এ বছর সর্বোচ্চ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থানে উঠে আসা প্রার্থীর স্কোর ১৮১ দশমিক ৫০। আর সর্বনিম্ন স্কোর ১৫৮ দশমিক ২৫।
গত শুক্রবার সারা দেশের ২৩টি পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানায়, দেশের ২৯টি সরকারি মেডিক্যা কলেজে তিন হাজার ১৬২, ৫৬টি বেসরকারি মেডিক্যালে পাঁচ হাজার ৩২৫, নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৩২ ও ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে। এ বছর এই ১০ হাজার ২৯৯টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।