দিল্লির জামে মসজিদের শাহি ইমাম পদে বুখারিপুত্র
ভারতের সবচেয়ে বড় দিল্লির জামে মসজিদে চতুর্দশ শাহি ইমাম হিসেবে বেছে নেয়া হয়েছে ইমাম সৈয়দ আহমেদ বুখারির উত্তরসূরিকে। ইমাম পদে বসতে চলেছেন বুখারির ছেলে ১৯ বছর বয়সী শাবান বুখারি। ভারতের একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে।
২০০০ সাল থেকে শাহি ইমাম পদে বহাল রয়েছেন আহমেদ বুখারি। এদিন উত্তরসূরি হিসেবে ছেলের নাম ঘোষণা করে তিনি বলেন, শুধু ধর্মীয় দিক থেকেই তিনি দক্ষ নন, মানবতার প্রতিও গভীর আসক্তি রয়েছে শাবানের।
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতক স্তরে পড়াশোনা করছেন শাবান বুখারি।
আগামী ২২ নভেম্বর ‘নওয়াব শাহি ইমাম’ (উপ-ইমাম) হিসেবে নিয়োগ করা হবে তাকে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় এক হাজার ধর্মীয় নেতা।
বাবার ছত্রছায়াতেই নিজেকে সম্পৃক্ত করবেন শাবান। গত ৪০০ বছর ধরে বংশ পরম্পরায় এই পদ পেয়ে আসছে বুখারি পরিবার।