আইরিশ সংসদে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে প্রস্তাব পাস
আয়ারল্যান্ডের সংসদের উচ্চকক্ষের এক প্রস্তাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য আইরিশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যের সংসদে একই ধরনের একটি প্রস্তাব পাস হওয়ার কয়েকদিন পরই আইরিশ সংসদ এই সিদ্ধান্ত নিল।
সিনাদ ইয়ারিয়ান নামে পরিচিতি আইরিশ সংসদের ৬০ সদস্যের মধ্যে ৩১ সদস্য গত সপ্তাহে প্রস্তাবটির পক্ষে ভোট দেন।
তবে সেনাদের ক্ষমতা সীমিত। এখানে মূল ক্ষমতার নিয়ন্ত্রণ করে ডেইল ইয়ারিয়ান নামের সংসদের নিম্নকক্ষ।
বিরোধী দলীয় সিনেটর অ্যাভেরিল পাওয়ারের উত্থাপিত প্রস্তাবে বলা হয়, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য এবং ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতের স্থায়ী দ্বিরাষ্ট্রিক সমাধান নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যা কিছু সহায়তা করা দরকার তা করার জন্য (আইরিশ) সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে সিনাদ ইয়ারিয়ান।’
প্রস্তাবে আরো বলা হয়, ‘আয়ারল্যান্ডের এটা স্পষ্ট করে বলা উচিত যে রাষ্ট্র পাওয়া ফিলিস্তিনি জনগণের অধিকার এবং ইসরাইলের সাথে লজ্জাজনক আলোচনার কোনো বিষয় হতে পারে না। এটা করার জন্য আমরা ইসরাইলের ওপর চাপ বাড়াবো যাতে তারা সত্যিকার শান্তি প্রক্রিয়া অনুসরণ করে এবং যাতে ইসরাইল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের জন্য শান্তি ও ন্যায়বিচারের সত্যিকার সম্ভাবনা তৈরি হয়।’
ভোটের পরে জার্নাল নামের একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাত্কারে অ্যাভেরিল পাওয়ার বলেন, ‘যত বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ইসরাইলি অবৈধ দখলের অবসান এবং ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য তা ততই চাপ সৃষ্টি করবে।’
এর আগে সুইডেন, পোল্যান্ড, হাঙ্গেরী, স্লোভাকিয়াসহ বিশ্বের ১৩০টির মত দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।