বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে : আসাদুজ্জামান নূর
মতিয়ার চৌধুরী: বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ছিল মুক্তিযুদ্ধের নির্দেশনা ,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের পর দেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। আমি নিজেও সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত ছিলাম, জাতির জনকের ভাষন শোনার সৌভাগ্য আমার হয়েছিল তাই ১০ তারিখে ঢাকা থেকে নিজ এলাকায় ফিরে যাই এবং ১৪ মার্চ থেকে একজন আনসার কমান্ডারের নেতৃত্বে প্রশিক্ষন শুরু করি। এ মন্তব্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের।
গতকাল ২৫ অক্টোবর বিকেলে ইষ্টলন্ডনের কলেজ অব এডভান্স ষ্টাডিতে লন্ডন বঙ্গবন্ধু সেন্টার আয়োজিত ‘‘বঙ্গবন্ধু বই মেলায়’’ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। তিনি বলেন ৭ই মার্চের ভাষন ছিল স্বাধীনতার প্রকৃত ঘোষনা, তাই বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। আসাদুজ্জামান নূর আরো বলেন স্বাধীনতা বিরুধীরা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এই গোষ্টী এখনও স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করছে এদের প্রতিহত করতে হবে।
তিনি ৫ই জানুয়ারীর নির্বাচনের পূর্বেকার পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন স্বাধীনতা বিরুধীরা দেশে যে তান্ডব শুরু করেছিল ১৯৭১সালে পাক বাহিনী-ও তা করেনি। গাছ কেটে ফেলা, ট্রেনে আগুন, রাস্তা কেটে খাল খনন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা কোনটাই তারা বাদ দেয়নি। তিনি বলেন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, নবপ্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে। তিন দিনব্যাপী বঙ্গবন্ধু বই মেলার উদ্ভোধনী উনুষ্টানে সভাপতিত্ব করেন লন্ডন বঙ্গবন্ধু সেন্টারের সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক
আনোয়ারুজ্জামান চৌধুরী। সংস্কৃতিকর্মী ময়নুল হোসেন মুকুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবিহা নাহার এমপি, চিত্র নায়িকা সুচরিতা, কনজারভেটিব দলীয় এমপি প্রার্থী মিনা রহমান, সভায় স্বাগত বক্তব্য রাখেন বই মেলার অন্যতম উদ্যোক্তা প্রশান্ত বড়–য়া, এছাড়া আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব শামসুদ্দিন খান, ইউকে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জামাল খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে লন্ডন বঙ্গবন্ধু সেন্টারের সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন তৃতীয় প্রজন্মের ব্রিটিশ বাঙ্গালীরা যাতে জাতির জনককে জানতে পারে সেলক্ষ্যকে সামনে রেখে বৃটেনের প্রতিটি শহর ও ইউরোপ ব্যাপী তারা বইমেলার আয়োজন করবেন।
এই বইমেলায় বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ বিভিন্ন লেখকের মোট ৪৩০টি বই স্থান পায়, মেলা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত , প্রতিদিন দুপুর বারটা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্যে বইমেলা উম্মেক্ত থাকবে।
উদ্ভোধনী অনুষ্টান শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্টানের টিভি উপস্থাপিকা উর্মি মাজহারের পরিচানায় অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্টানে বিলেতের কবি সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীরা অংশনেন।