টাওয়ার হ্যামলেটের অর্ধেক শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে
সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে ব্রিটেনের টাওয়ার হ্যামলেটের অর্ধেক শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে। এ- চাইল্ড পভার্টি ক্যাম্পেইন বলেছে ৪৯ শতাংশ শিশু দারিদ্রতার মধ্যে বাস করে যা সমগ্র যুক্তরাজ্যের মধ্যে সর্বোচ্চ।
পপলার ও লাইমহাউজ এমপি ফিটজপ্যাট্রিক টাউন হলের ‘বেড এ্যাডমিনিষ্ট্রেশনকে’ দায়ি করে বড় ধরনের বঞ্চনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গত সপ্তাহেই মেয়র রহমানের কাছে বিষয়টি নিয়ে চিঠি লিখেছি এবং টাওয়ার হ্যামলেটের চারটি ওয়ার্ডের একটি বিশ্লেষনের ব্যাপারে আমার উদ্বেগ জানিয়েছি। তবে তিনি এখনো কোন সাড়া দেন নি।
তবে দ্যা এ্যাডভারটাইজারকে মেয়র লুতফুর রহমান বলেছেন, দুস্থ শিশু ও তাদের পরিবারদের সহায়তা করা তার অন্যতম অগ্রাধিকার এবং এ লক্ষে তারা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন কেন্দ্রিয় সরকারের বরাদ্ধ হ্রাসের মধ্যেও কাউন্সিল ফ্রী স্কুল খাবার স্কীম ও কর্মসংস্থানের সহায়তায় প্রচেষ্ঠা চালানো হচ্ছে।