তিন উইকেটে জয় পেলো বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে তিন উইকেটে জয় পেলো বাংলাদেশ। দীর্ঘদিন অপেক্ষার পর শেষ পর্যন্ত জয় নামের সোনার হরিণের দেখা পেলো টাইগাররা। খেলার শুরুতেই উইকেট বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটসম্যানরা যেনো সাজঘরে ফেরার মিছিলে ব্যস্ত ছিলেন। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রইলো বাংলাদেশ।
জিম্বাবুয়ের দেয়া ১০১ রানের টার্গেটে ব্যাট সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় টাইগাররা।
বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল (০), শামসুর রহমান (০), মমিনুল হক (০), সাকিব আল হাসান (১৫) শুভাগত হোম (০), মাহমুদুল্লাহ রিয়াদ (২৮), শাহাদাত হোসেন (১১) , মুশফিকুর রহিম (২৩)* ও তাইজুল ইসলাম (১৫)* রানে আউট হয়েছেন।
এর আগে তাইজুল ইসলামের স্পিন জাদুতে বিধ্বস্ত হলো জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম একাই নেন ৮ উইকেট। সবকয়টি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ১০০ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে।
ক্রিকেটের ক্যারিয়ারে তাইজুলের জীবনে আজকেই ছিলো সেরা বোলিং। বাঁ হাতি এ স্পিনার মিরপুরের উইকেটে বোলিং করে যেন দারুণ মজা পাচ্ছিলেন আজ। একের পর এক উইকেট তুলে নিতে মাত্র খরচা করেছেন ৩৯টি রান। ১৬.৫ ওভার বল করে ৭টি মেডেনও নেন তিনি।
সোমবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়।
জিম্বাবুয়ের পক্ষে সিবান্দা (১৪), মাসাকাদজা (৫), চাকাবা (১০) সিকান্দার রাজা (২৫), চিগুম্বুরা (০), আরভিন (১০), জন নিয়ম্বু (০), পানিয়াঙ্গারা (০) ও কাটেন্ডাই চাতারা (৪), কামুঙ্গোজি (০) ও টেইলর (৪৫)* রানে আউট হন।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৮টি, শাহাদাত হোসেন ১টি ও সাকিব আল হাসান ১টি উইকেট নেন।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়্যুব, আল-আমিন হোসেন ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ভুসিমুজি সিবান্দা, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেগ আরভিন, কামুঙ্গোজি, হ্যামিল্টন মাসাকাদজা, জন নিয়ম্বু ও তিনাশে পানিয়াঙ্গারা।