রাশিয়াকে আর্থিক সুবিধার প্রস্তাব সৌদি আরবের
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন বন্ধের বিনিময়ে রাশিয়ার সঙ্গে বিপুল অঙ্কের অস্ত্রচুক্তি করা এবং গ্যাসচুক্তি বহাল রাখাসহ অর্থনৈতিক সুবিধা দেয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্য এবং কয়েকটি পশ্চিমা কূটনৈতিক সূত্র একথা জানিয়েছে।
গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে সৌদি গোয়েন্দা সংস্থার প্রধান বান্দার বিন সুলতান ওই প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, আসাদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলে রাশিয়ার সঙ্গে সৌদি আরব বড় ধরনের ওই অস্ত্র চুক্তি করবে এবং গ্যাস চুক্তি বাতিল করবে না।
রাশিয়া বরাবরই সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আসছে এবং সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ প্রস্তাবে কয়েকবার ভেটো দিয়েছে। রাশিয়ার এ অবস্থান পরিবর্তন হলে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জন্য একটি বড় বাধা দূর হবে বলে মনে করছেন অনেকেই।
সিরিয়ার বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, সৌদি আরব রাশিয়াকে এক হাজার পাঁচশ’ কোটি ডলারের অস্ত্র চুক্তি করার প্রস্তাব দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিরোধী প্রস্তাবে ভেটো না দিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আহ্বান জানিয়েছেন বান্দার বিন সুলতান।