ব্রিটেনে পুলিশি হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে বিক্ষোভ
ব্রিটেনে পুলিশি হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে শত শত মানুষ বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা তাদের প্রিয়জনের মৃত্যুর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন। ইউনাইটেড ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস ক্যাম্পেইন নামের একটি সংস্থা এ বিক্ষোভের আয়োজন করেছে। প্রায় তিনশ’ বিক্ষোভকারী ট্রাফালগার স্কয়ার থেকে ডাউনিং স্ট্রীট পর্যন্ত বিক্ষোভ শোভাযাত্রা করেছে।
বিক্ষোভকারীদের হাতে যে সব প্লাকার্ডে বহন করেছে তাতে লেখা ছিল, ‘পুলিশি হেফাজতে আর কোনো মৃত্যু চাই না’; ‘বিচার না হল শান্তি ফিরে আসবে না।’ ‘খুনি কে? খুনি পুলিশ।’
এদিকে, একটি মানবাধিকার গোষ্ঠীর পরিচালক ডিবোরাহ কোলস বলেছেন, পুলিশি হেফাজত বা অভিবাসী কয়েদখানায় যে সব পরিবারের সদস্য প্রাণ হারিয়েছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক দিন।