আইটিইউর কাউন্সিল সদস্য হল বাংলাদেশ
জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন’র (আইটিইউ) কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ১৬৭ ভোটের মধ্যে ১১৫ ভোট পেয়ে সপ্তম অবস্থানে রয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের জন্য বরাদ্দ ১৩টি পদে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮টি দেশ। গতবার এই নির্বাচনে ষষ্ঠ স্থান অর্জন করে বাংলাদেশ।
প্রতিদ্বন্দ্বিতায় ছিল বাংলাদেশের নিকটতম চার প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও থাইল্যান্ড। এর বাইরে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো পরাশক্তির দেশগুলোও এই নির্বাচনে অংশ নেয়। মুসলিম দেশ বাহরাইন, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, লেবানন, সৌদি আরব, আরব আমিরাত এবং ফিলিপাইন এবার আইটিইউতে প্রতিদ্বন্দ্বিতা করে।
টেলিযোগাযাগ মন্ত্রী না থাকায় তথ্য ও যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নেতৃত্ব দেন অর্ধশত প্রতিনিধি দলের। সঙ্গে রয়েছেন জনাদশেক সংসদ সদস্য, সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।