আমি কার্ডিফ‘র প্রথম মুসলিম ডেপুটি লর্ড মেয়র : আলি আহমদ

Sylhetইয়াহইয়া আহমদ:  সিটি অফ কার্ডিফ এন্ড কান্ট্রি কাউন্সিল (ইউকে) এর ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ বলেছেন মুসলিমদের মধ্যে আমি-ই সর্বপ্রথম সিটি অফ কার্ডিফ এন্ড কান্ট্রি কাউন্সিল (ইউকে) এর ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হয়েছি।মুসলিম হওয়ার পর ও ওখানকার সর্বস্থরের মানুষ আমাকে  অনেক ভালবাসে।
রবিবার সন্ধায় সিলেটের গোলাপগঞ্জস্থ ডিমল্যান্ড পার্কে তার নেতৃত্বে সিলেটে আসা। সিটি অফ কার্ডিফ এন্ড কান্ট্রি কাউন্সিল (ইউকে) এর ২৪ সদস্যের প্রতিনিধিদল কে দেওয়া সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তক্ত্যে মেয়র এসব কথা বলেন।
তিনি  ডিমল্যান্ড পার্ক কতৃপক্ষ‘র প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, এখানকার দৃশ্য খুব সুন্দর সত্যি মানুষ এখানে আসলে বিনোদন পাবে।
অনুষ্ঠানে ডিমল্যান্ড পার্কের চেয়ারম্যান ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ও ম্যানেজিং ডাইরেক্টর ডা. শাহরিয়ারের পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন  সিলেট প্রেসক্লাবের কোষাধাক্ষ ও দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল,দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপুসহ কার্ডিফ‘র ২৪ সদস্যের প্রতিনিধিদলের সদস্যবৃন্ধ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button