সিটি অফ কার্ডিফ এন্ড কান্ট্রি কাউন্সিলের ২৪ সদস্যের প্রতিনিধিদলকে ওসমানী বিমানবন্দরে সংর্বধনা
ইয়াহইয়া আহমদ: আন্তর্জাতিক মানের পাঠদান পদ্ধতি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষকের মান উন্নয়ন করার লক্ষে বৃটেনের কার্ডিফ শহরের সাউথ ইস্ট ওয়েলস স্কুলের সাথে সিলেট ও মৌলভীবাজারের ৭টি স্কুল-কলেজের লিংক স্থাপিত হচ্ছে। এ লক্ষে রবিবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সিটি অফ কার্ডিফ এন্ড কান্ট্রি কাউন্সিল (ইউকে) এর ডেপুটি লর্ড মেয়র আলী আহমদের নেতৃত্বে ২৪ সদস্যের প্রতিনিধিদল সিলেট সফরে আসেন। এ সময় তাদেরকে সিলেট ও মৌলভীবাজারের ৭টি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বিমানবন্দরে সংর্বধনা জানিয়ে ফুল দিয়ে বরণ করেন। সিটি অফ কার্ডিফ‘র ডেপুটি লর্ড মেয়র ও ইন্টারন্যাশনাল স্কুল লিংকিং অফিসার কার্ডিফ কান্ট্রি কাউন্সিলের এ্যামেলী ডলি সংর্বধনাদান কারীদের প্রতি কৃজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন ও সিলেটবাসীর পক্ষে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া, বিএনপি নেতা বদরুজ্জামান চৌধুরী সেলিম, সিলেট প্রেসক্লাবের কোষাধাক্ষ ও দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল প্রমুখ। সংর্বধনা শেষে তারেদকে বিশাল মটর শোভাযাত্রার মাধ্যমে জাকারিয়া সিটিতে নিয়ে যাওয়া হয়।জাকারিয়া সিটি পরির্দশন এবং দুপুরের খাওয়া ও রেস্টের পর সন্ধায় ডিমল্যান্ড পার্ক পরির্দশন করবেন। এ সফরকালে তারা ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়ও প্রতিনিধি দল সিলেটের বিভিন্ন ঐতিহাসিক স্থানও পরিদর্শন করার কথা রয়েছে।
প্রতিনিধিদলে যুক্তরাজ্যের ১৩ জন বিশিষ্ট ব্যবসায়ী, ১০ জন বিশিষ্ট শিক্ষক ও কার্ডিফ কান্ট্রি কাউন্সিলের একজন কর্মকর্তাও রয়েছেন। কার্ডিফ ও সিলেটের মধ্যে পার্টনারশীপ প্রোগ্রামের আওতায় সিলেটের ৬টি ও মৌলভীবাজারের ১টি শিক্ষা প্রতিষ্ঠান এই লিংকের আওতায় আসছে।
প্রতিনিধি দলে ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন, সেলিম হোসাইন এমবিই, আনা মিয়া, সিরাজ আলী, আবদুল মজিদ, দিলাবর হোসাইন, ওহাসাইন আহমদ, মুসলেহ আহমদ, মনোহর আলী, আসকা মিয়া, মাহবুব নূর, মুকতার আহমদ, সেলিম আহমদ এবং রহিম মিয়া।
বৃটেনের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানের ১০জন শিক্ষক যথাক্রমে মিজ হাজেল তুহামি, সুলতানা খাইরুল, জানেট রোজমেরি পেরি মুস্তো, রাচেল মেরী উইলিয়াম, সেলিনা স্মিথ, মার্ক স্মিথ, জুলি অ্যান এইটকেন, নাটালি জোন্স, তেরেসা কাডেচ এবং জুদিথ এই প্রতিনিধি দলে রয়েছেন। তারা প্রথম দফায় আগামীকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সিলেটের স্কুল-কলেজগুলো পরিদর্শন, তাদের শিক্ষাদান পদ্ধতি পর্যবেক্ষণ এবং বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি ও পারিপার্শ্বিক অবস্থার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করবেন।
ডেপুটি লর্ড মেয়র আলী আহমদের উদ্যোগে এবং কার্ডিফ কাউন্সিলের সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিল এই প্রকল্প পরিচালনা করছে।
প্রতিনিধি দল প্রকল্পভূক্ত স্কুল কলেজের মধ্যে সোমবার সিলেটের চান্দাই প্রাইমারি স্কুল, নূরজাহান মোমোরিয়াল কলেজ এবং মূর্তি প্রাইমারি স্কুল পরিদর্শণ করবেন। পরদিন মঙ্গলবার তারা দক্ষিণ সুরমার কায়েস্তরাইল হাইস্কুল, সিলেটের এইডেড হাইস্কুল, বুধবার বালাগঞ্জের হামতনপুর প্রাইমারি স্কুল, মৌলভীবাজারের হিলালপুর প্রাইমারি স্কুল পরিদর্শন করবেন।
সফরকালে প্রতিনিধি দল শাহজালালবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, জালালপুর কলেজও পরিদর্শন করবেন। এছাড়া তাঁরা শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট, সিলেট প্রেসক্লাব, হাকালুকি হাওর, আগর আতর বাগান ও শিল্প এবং দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ ইকরা প্রতিবন্ধি হাসপাতাল পরিদর্শন করবেন।
তারা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তারা নগর ভবন মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। বুধবার রাতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রতিনিধি দলকে সংবর্ধনা দেওয়া হবে।
তারা ২ নভেম্বর বৃটেনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন। উল্লেখ্য, ডেপুটি মেয়র আলী আহমদের বাড়ী দক্ষিণ সুরমার ‘চান্দাই ছাহেববাড়ী’ গ্রামে।