পদ্মা সেতু কাজ হচ্ছে না যারা বলেন, তারা ‘স্টুপিড’ : অর্থমন্ত্রী
পদ্মা সেতু নিয়ে কোনো কাজ হচ্ছে না বলে যারা বলেন, তাদের ‘স্টুপিড’ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সোমবার বিকাল ৫টায় অর্থমন্ত্রীর নিজ দফতরে ব্রিটিশ পার্লামেন্টের আন্ডার সেক্রেটারি লিন ফিদারস্টোনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সব জিনিসপত্র এসে গেছে, এখন শুধু কাজ হবে। যারা বলেন এখানে কোনো কাজ হচ্ছে না, ‘দে আর স্টুপিড’। বুদ্ধিজীবীরা বলেন, কোনো কাজ হয়নি। তাদের মুখে ছাই দিয়ে সবকিছু হয়েছে।
তিনি বলেন, আমি দেখি, অনেকের মধ্যে কোনো বড় স্বপ্ন নেই। অনেকে ব্যক্তিগতভাবে দেখেন। কিন্তু জাতীয়ভাবে কোনো বড় স্বপ্ন দেখেন না। লক্ষ্য বড় থাকলে কিছু না কিছু তো হবে।
বাড়িভাড়া প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কারণে ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া দেয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি। আশা করছি, আগামী বছর পুরোপুরি না হলেও বড় একটা অংশ বাস্তবায়ন করা যাবে।