এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে স্পেনের সংসদ
ব্রিটেন ও আয়ারল্যান্ডের সংসদের পদাঙ্ক অনুসরণ করে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে স্পেনের সংসদ। দুই সপ্তাহের মধ্যেই স্পেনের সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। আর এ জন্য জোর লবিং করছে খোদ ইসরাইলেরই বামপন্থী একটি অংশ। তারা ফিলিস্তিনী রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য মাদ্রিদে চিঠি পাঠাচ্ছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক ড. অ্যালন লিয়েল এবং পিস নাউ সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যাপক আমিরাম গোল্ডব্লাম এর অন্যতম উদ্যোক্তা। তাদের একটি চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে মত দিয়ে এর আগে ব্রিটিশ সংসদের কাছে লেখা চিঠিতে শত শত ইসরাইলী স্বাক্ষর করেছে। আগামী দু’সপ্তাহ পরে স্পেনের সংসদে অনুষ্ঠিতব্য এ ধরনের একটি ভোটাভুটিতে সমর্থন জানিয়ে লেখা আরো একটি চিঠি পাঠানো হবে। চিঠিতে স্বাক্ষর করার জন্য ইসরাইলীদের প্রতি আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ইসরাইলের মিত্র অন্যান্য দেশেও একই ধরনের চিঠি পাঠানো হবে।
স্পেনের সংসদের কাছে পাঠানোর জন্য চিঠির যে খসড়া তৈরি করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘আমরা, ইসরাইলী নাগরিকরা, যারা নিরাপত্তা ও শান্তি চাই, কূটনৈতিক অচলাবস্থা, অব্যাহত দখল এবং বসতি বাণিজ্যে উদ্বিগ্ন। এতে ফিলিস্তিনীদের সাথে সংঘাত তৈরি হচ্ছে এবং যে কোনো শান্তি চুক্তির ওপর এটা একটা ভীষণ আঘাত। আমাদের কাছে এটা স্পষ্ট যে ইসরাইলের অস্তিত্ব ও টিকে থাকা নির্ভর করছে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার ওপর, যেখানে ইসরাইল এবং ফিলিস্তিন একে অপরকে স্বীকৃতি দেবে।’
খড়সায় বলা হয়েছে, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার আপনাদের এই উদ্যোগ শান্তির সুযোগকে এগিয়ে নেবে এবং ইসরাইল ও ফিলিস্তিনকে সংঘাতের সমাধানে উৎসাহিত করবে।’ ইতোমধ্যেই তিন শতাধিক খ্যাতনামা ইসরাইলী ব্যক্তিত্ব এই চিঠিতে স্বাক্ষর করেছেন। সূত্র : জেরুজালেম পোস্ট।