লন্ডনে বিলাওয়ালের প্রতি বোতল নিক্ষেপ
ব্রিটেনের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাকাল হলেন পাকিস্তান পিপলস পার্টির তরুণ চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো জারদারি। ২৬ বছর বয়সী বিলাওয়াল রোববার লন্ডনে মিলিয়ন মার্চ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গেলে তার প্রতি বোতল নিক্ষেপ করা হয়। লন্ডনভিত্তিক একটি গ্র“প কাশ্মীর ইস্যুকে সামনে তুলে আনতে এ সমাবেশের আয়োজন করে। মিলিয়ন মার্চ নাম দেয়া হলেও প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে মাত্র কয়েকশ লোক যোগ দেয় ট্রাফালগার স্কয়ারের ওই সমাবেশে। পরে মিছিলটি ডাউনিং স্ট্রিটের দিকে রওনা হয়। বিলাওয়াল বক্তৃতা দিতে মঞ্চে উঠতে গেলে ক্ষুব্ধ লোকজন তাকে ধুয়ো দেয়। এক পর্যায়ে তার প্রতি প্লাস্টিকের খালি বোতল ছুড়ে মারে। তারা বলে সমাবেশটি একান্তই কাশ্মীরবিষয়ক। এখানে বিলাওয়ালের কোনো প্রয়োজন নেই। লন্ডনের ইস্ট মিডল্যান্ড অঞ্চলের ডার্বি থেকে ওই লোকগুলো সমাবেশে যোগ দিয়েছিল।
ব্যারিস্টার সুলতান মাহমুদ চৌধুরী ওই সমাবেশের আয়োজন করেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী তিনি।