বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ
বাংলাদেশকে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার এ জি আবে সেকরা। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে (ডিসিসিআই) দুই দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের এক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।
ঢাকা চেম্বার আয়োজিত এ সভায় শ্রীলঙ্কার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। ঢাকা চেম্বার সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের নেতৃত্বে চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির জন্য এ সভার আয়োজন করা হয়।
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ এ অঞ্চলের খুবই ভালো বাণিজ্য অংশীদার। শ্রীলঙ্কার ওষুধ শিল্পে বাংলাদেশের কিছু বিনিয়োগ রয়েছে। সম্ভাবনাময় এ খাতে এ দেশ থেকে আরো বেশি বিনিয়োগ আশা করে শ্রীলঙ্কা।
চেম্বার সভাপতি তার লিখিত বক্তব্যে দুই দেশের আমদানি রফতানির পরিসংখ্যান তুলে ধরেন।