ব্রিটেনে ড্রাইভিং লাইসেন্সের ফি কমছে

Drivingব্রিটেনে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের ফি ৫০ পাউন্ড থেকে কমিয়ে ৩৪ পাউন্ড এবং নবায়নের ক্ষেত্রে ১৪ পাউন্ড হ্রাস করা হচ্ছে। সরকার এই পদক্ষেপ ঘোষণা করার পর গাড়ি চালকরা কিছুটা স্বস্তির নি:শ্বাস ফেলেছে।
ট্রান্সপোর্ট মিনিষ্টার ক্লেয়ার পেরি বলেন “ গাড়ি চালনার ব্যয় বিশেষ করে যুবা চালকদের তাৎপর্যপূর্ণ এবং যেখানে সম্ভব এই ব্যয় কমাতে আমরা অঙ্গিকারাবদ্ধ। আমরা ড্রাইভিং লাইসেন্সের খরচ কমাতে সক্ষম হয়েছি যা আগামী ১০ বছরে গাড়ি চালকদের ১৫০ মিলিয়ন পাউন্ড বাঁচাবে।”
চীফ ট্রেজারি সেক্রেটারি ড্যারি আলেকজাণ্ডার বলেন একটি শক্তিশালী অর্থনীতি ও পরিচ্ছন্ন সমাজের জন্য করদাতাদের সঞ্চয় ফিরিয়ে দেয়ায় এই সরকারের মূল লক্ষ। এবং সে কারণে ড্রাইভিং লাইসেন্সের ফি কমাচ্ছি এবং এটি সরাসরি যুবা লোকদের ও ব্যবসায় ফিরিয়ে দিচ্ছি যা আগামী ১০ বছরে ১৫০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে।
ডিভিএলএ যানবাহনের প্রথম নিবন্ধন এবং নিবন্ধন সার্টিফিকেটসহ সকল ফি ও অন্যান্য ব্যয় হ্রাস পর্যালোচনা করে দেখছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button